একের পর এক বাংলা সিরিয়ালের অভিনেত্রীরা কাজ শুরু করছেন বোরো পর্দায়। এবার আরও এক অভিনেত্রীর দেখা মিলবে বড়ো পর্দায় । ইধিকা পাল, তাঁর প্রথম সিরিয়াল ‘রিমলি’, সেখানে তিনি মুখ্যচরিত্রে অভিনয় করেন। তবে, তাঁর দ্বিতীয় সিরিয়াল ‘পিলু’-তে তাঁকে খলনায়িকা হিসেবে দেখা গিয়েছিলো। ‘পিলু’ সিরিয়াল শেষ হতেই অভিনেত্রী বাংলাদেশে চলে যান। তাঁর প্রথম অভিনেতা হবেন শাকিব খান, ইটা সকলেই জানেন কিন্তু টলিপাড়ার গুঞ্জনে শোনা যাচ্ছে যে এটা নাকি তাঁর প্রথম ছবি নয়। ইতিমধ্যেই ইধিকা একটি ছবিতে অভিনয় করে ফেলেছেন কলকাতায়।
শোনা গিয়েছে, তাঁর প্রথম অভিনয় নাকি অভিনেতা সোহম চক্রবর্তী প্রযোজিত ছবিতে এবং বড় পর্দায় তাঁর প্রথম নায়কও নাকি সোহম। যদিও এই ছবির কথা এখনও প্রকাশ্যে আসেনি। তবে, নায়ক-নায়িকা কেউ এই ছবি নিয়ে মুখ খুলছেন না। আপাতত ইধিকা এখন মন দিয়েছেন তাঁর বাংলাদেশের ছবি ‘ প্রিয়তমা’- তে। সেই ছবিতে নায়ক হচ্ছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব।
এই ছবিতে প্রথমে শাকিবের নায়িকা হিসেবে শবনম বুবলীর অভিনয় করার কথা ছিল, কিন্তু ওনাকে বাদ দেওয়া হয়ে এই ছবি থেকে। এর পেছনেও আছে অনেক আলোচনা। সবাই মনে করছে শাকিব এবং বুবলীর ব্যক্তিগত সমস্যার কারণেই হাতছাড়া হয়ে গেল বুবলীর এই কাজ। তবে নায়ক জানিয়েছেন যে কোনও ব্যক্তিগত সমস্যার জন্য নয়, চরিত্রের প্রয়োজনেই বাদ দেওয়া হয় বুবলীকে।
এই ছবি তৈরির আগেই নায়ক শাকিব বলেছিলেন, “বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। আমাদের আর কখনও অফস্ক্রিন এবং অনস্ক্রিন কখনও দেখা যাবে না”।
যদিও বুবলী জানিয়েছেন যে তাঁদের সম্পর্ককে আরও একটা সুযোগ দিতে তিনি রাজি। কিছু দিন আগে বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, “শাকিবের পছন্দকেই সব সময় প্রাধান্য দিয়েছি। সে যে ভাবে চেয়েছে, তেমন ভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কাজ করে, না করে, চাকরি ছেড়ে ১০০ শতাংশ সংসার করে— যখন যা চেয়েছে, শান্তি বজায় রাখতে তাই করার চেষ্টা করেছি।”
এক দিকে বুবলী যেমন শাকিবের সঙ্গে আবারও সংসার শুরু করতে চাইছেন, কিন্তু অন্য দিকে তেমনি শাকিব তাঁর নতুন ছবির কাজ নিয়ে খুবই ব্যস্ত । শোনা যাচ্ছে, আগামী দিনে সাকিবের বিপরীতে দেখা যেতে পারে দর্শনা বণিককে। তবে এই নতুন ছবি ‘প্রিয়তমা’, শাকিব-ইধিকার জুটি কতটা পছন্দ করবেন দর্শকরা সেটাই দেখার আছে।