কবে চালু হচ্ছে ঝুলন উৎসব ? জেনে নিন সব দিনক্ষণ

হিন্দু ধর্মের বৈষ্ণবদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হল ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা। একাদশী থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত চলে এই উৎসব। দোল পূর্ণিমার ঠিক পরেই বৈষ্ণবদের আরও একটি বড় উৎসব হল ঝুলন।  

processed-036c0034-69a5-4d59-840f-5c22590ba23b_zxWskbBw

বৃন্দাবনে রাধাকৃষ্ণের শৈশব-স্মৃতি, সখা-সখীদের সঙ্গে দোলনায় দোলার লীলাকেই দ্বাপর যুগে ঝুলন উৎসবের নামে সূচনা হয়েছিল।

রাধাকৃষ্ণের বর্ষাকালীন প্রেম এবং আবেগের উৎসব হল ঝুলন। বর্তমানে বৃন্দাবন ছাড়াও মথুরা, নবদ্বীপ, মায়াপুর এবং বিশ্বের যেখানে বৈষ্ণব ধর্মাবলম্বীদের অবস্থান আছে সেই সব জায়গায় এই উৎসব পালিত হয়।

এই বছর ঝুলন যাত্রা কবে পড়েছে?

পঞ্জিকা মতে, ৮ ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৩ সাল, শনিবার, আজকে  ঝুলনযাত্রা শুরু হল। শেষ হবে ১২ ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০ আগস্ট, ২০২৩ সাল, বুধবার। রাত্রি ১২ টা ১০ মিনিতে হচ্ছে শুভ সময়। একাদশী তিথিথে শেষ ১০ ভাদ্র, রবিবার, ২৭ আগস্ট, রবিবার। সময় – রাত্রি ৯ টা ৩৩ মিনিট।

এই উৎসবে প্রতি তৃতীয় দিনে দেবতাকে আলাদা দোলনায় বসানো হয় এবং এর পাশাপাশি, এই দিনগুলির ঈশ্বরের বহু অলৌকিক শোভা শুধুমাত্র এই ঝুলন মহোৎসবের সময় দেখা যায়।

চন্দ্রকুমার গোস্বামী জানান, ঝুলন উৎসবে ঈশ্বরকে বিশেষ ভোগও দেওয়া হয়। মন্দির সেবায়ত রাধাকান্ত গোস্বামী জানান, ভগবান শ্রী রাধারমণের হরিয়ালি তীজ ঝুলন মহোৎসব শুরু হয়। যাকে হিন্দোল উৎসবও বলা হয়। এটা চলবে রক্ষা বন্ধন পর্যন্ত।

এটা শেয়ার করতে পারো

...

Loading...