ভাদ্র মাসেই এবার রাখী পূর্ণিমা , তবে কবে পালিত হতে চলেছে রাখী পূর্ণিমা?

ভাই এবং বোনের মধ্যে পবিত্র সম্পর্কের উৎসব হল রক্ষাবন্ধন। এই দিন বোনরা তাঁদের ভাইদের কল্যাণের জন্যে তাঁদের হাতে রঙিন রাখি বাঁধে। রাখী বন্ধন বা রক্ষা বন্ধনের অর্থ কাউকে সবসময় রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়া।  

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই রাখী বন্ধন উৎসব। তবে এইবছর শ্রাবণ মাস মলমাস হওয়ায় বাংলা ক্যালেন্ডারে ভাদ্রমাসে অর্থাৎ ১২ ভাদ্র ও ১৩ ভাদ্র তারিখে চলে গিয়েছে রাখী পূর্ণিমা। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে পূর্ণিমার দিন পড়েছে ৩০ অগাস্ট এবং চলবে ৩১ তারিখ পর্যন্ত। তাই এমন পরিস্তিতিতে ২ দিন ধরে পালিত হবে রাখীবন্ধন উৎসব।

raksha-bandhan_11zon (1)

পঞ্জিকা মতে, ভাদ্রকালে কোনও শুভ কাজ করা মানেই সেটা অশুভ। শাস্ত্র বিশেষজ্ঞরা জানাচ্ছেন ওই দিনে ভাদ্র শুরু হওয়ায় রাখি পরানো শুভ হবে না। কথিত আছে, ভাদ্র মাসে শূর্পনাখা তার ভাই রাবণকে রাখী বেঁধেছিলেন, এরপর রাবণের পুরো বংশই নাশ হয়ে গিয়েছিল। তাই ভাদ্র মাসে রাখী বাঁধা উচিত নয় বলে বিশ্বাস করা হয়। আরও বলা হয়, ভাদ্রে রাখী বাঁধলে ভাইয়ের আয়ু কম হয়। তবে এবার শ্রাবণ মলমাস থাকায় ভাদ্রমাসেই রাখী বন্ধন হবে। তাই শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন ৩০ তারিখ রাত থেকে পরের দিন ৩১ অগাস্ট সকাল অব্দি রাখি বন্ধন উত্‍সব পালন করা যেতে পারে।

রাখী বাঁধার জন্য ভাল সময় - ৩০ আগস্ট রাখি বাঁধার শুভ সময় রাত ০৯ :০১ থেকে শুরু এবং পরের দিন সকাল ০৭ :০৫ পর্যন্ত রাখি বাঁধা যেতে পারে। সেই কারণেই বলা হচ্ছে যে এই বছর দু-দিন রাখি। অনেকেই রাখী পূর্ণিমায় সত্যনারায়ণ ব্রত পালন করে। পূর্ণিমার উপবাস ও নিশিপালনও করতে হবে এদিনই। পরদিন সকাল ৭ টা ৫৯ পর্যন্ত পূর্ণিমা থাকছে। ৩১ অগাস্ট শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার সমাপন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...