জেনে নিন কবে পড়েছে ২০২৪ সালের মহাশিবরাত্রি

শিব ও রাত্রি, এই দুটি শব্দ জুড়ে শিবরাত্রি কথাটি এসেছে। শিবরাত্রি হল শিবের রাত, অর্থাত্‍ এই রাতটি শিব বা মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত।

ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। পঞ্জিকা মতে, ফাল্গুনের তিথি অনুসারে ৮ মার্চ রাত ৯ টা ৫৭ মিনিটে শুরু হচ্ছে, মহাশিবরাত্রির তিথি। শেষ হচ্ছে, ৯ মার্চ সন্ধ্যে ৬টা ১৭ মিনিটে। শিবরাত্রিতে যেহেতু রাত জেগে মহাদেবের বিশেষ উপাসনা করা হয়, সেই কারণে মহাশিবরাত্রি পালিত হবে আগামী ৮ মার্চ।

43ae0366-cbad-46bf-91f1-7e8c359f3460

হিন্দু মহাপুরাণ তথা শিবমহাপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। এই দিনে মহাদেবের পাশাপাশি দেবী পার্বতীরও আরাধনা করা হয়। পুরাণ অনুসারে এই দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব ও পার্বতী। শিবভক্তদের কাছে এই দিনটি সারা বছরের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ। এদিন মহাদেবের আরাধনা করলে তার সব মনোবাসনা পূর্ণ হয়।

এদিন গোটা রাত ধরে চলে পুজোপাঠ। মহাশিবরাত্রিতে নির্জলা উপবাস রাখার রীতি রয়েছে। এদিন রুদ্রাভিষেক করে শিবলিঙ্গের আরাধনা করা হয়। চার প্রহর ধরে মহাদেবের পুজো হয়। প্রথম প্রহরে জল দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি এবং শেষ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয়। শিবের পুজোয় অপরাজিতা, ধুতরো, আকন্দ ফুল এবং বেল পাতা অবশ্যই ব্যবহার করা উচিত। পুজো শেষ হলে মহাদেবের ১০৮ নাম জপ করতে হয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...