কেন হয় ফ্যাটি লিভার?

লিভার সাধারণভাবে পাঁচ থেকে ছয় শতাংশ চর্বি শোষণ করতে পারে, তার চেয়ে বেশি যদি বেশি চর্বি জমলে বিপদে পড়ে লিভার। লিভারে অতিরিক্ত চর্বি জমলে ফ্যাটি লিভারের সমস্যা দেখা যায়। ফ্যাটি লিয়াভ্র দু’ধরনের হয়ে থাকে- অ্যালকোহলিক ফ্যাটি লিভার ও নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার।

অ্যালকোহল সেবনকারীদের ফ্যাটি লিভারের সমস্যা আগে বেশি দেখা গেলেও এখন নন অ্যালকোহল সেবনকারীদের মধ্যেও দিন দিন বাড়ছে ফ্যাটি লিভারের সমস্যা। স্থূলত্ব, ডায়াবেটিস থাকলে ফ্যাটি লিভারের সমস্যা আরও বেড়ে যায়।

 ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, ক্লান্তি, প্রস্রাবে রং বদল এইসব উপসর্গ দেখা দিলেই সতর্ক হওয়া উচিত।

মাছ, মাংস, ঘি দুধজাত খাবার, মাত্রাতিরিক্ত অ্যালকোহল ফ্যাটি লিভারের আক্রান্তের জন্য বিপদজনক। দ্রুত চিকিৎসকের পরামর্শ না নিলে অন্য একাধিক রোগের সংকট তৈরি হতে পারে।   

আনন্দলোক হসপিটালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে লিভারের সমস্যায় আক্রান্ত রোগীর সুচিকিৎসার বন্দোবস্ত আছে। এ সংক্রান্ত বিষয়ে তথ্য পাবেন সংস্থার ওয়েবসাইট এবং হেল্পলাইনে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...