রোবোটিক সার্জারি

বিজ্ঞানের আধুনিকতা এবার সাহায্যের হাত বাড়ালো চিকিৎসাবিজ্ঞানের দিকে। ওপেন সার্জারির পর এসেছিলো ল্যাপারোস্কপি। সেটিকেও এবার পিছনে ফেলে এগিয়ে গেলো রোবোটিক সার্জারি। অন্য যে কোনোরকম সার্জারির থেকে বহুগুন বেশি উন্নত এই সার্জারিটি করে আসলে একটি রোবট। তার পিছনে অবশ্য হাতযশ থাকে অভিজ্ঞ চিকিৎসকদেরই।

  চিকিৎসকদের দাবি, এই পদ্ধতিতে অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা রোগীর পাশে নয়, থাকেন কনসোলের পিছনে। সেখানে বসে তারা মনিটরে শরীরের অভ্যন্তরের একটি ত্রিমাত্রিক ছবি দেখতে পান ফলে অস্ত্রোপচারে সুবিধা হয়। তাদের মতে, যে অংশটির অস্ত্রোপচার করা হবে তা ৮০% বড় করে দেখা যায় সেই মনিটরে। অভিনবত্ব রয়েছে অস্ত্রোপচার পদ্ধতিতেও। ছুরি কাঁচি নয় এক্ষেত্রে হাতই যথেষ্ট অস্ত্রোপচারের জন্য। মাত্র এক সেন্টিমিটার লম্বা রোবটের হাতগুলি। শরীরে ছোট ছোট ছিদ্র করে সেখান দিয়ে রোবটের হাতের সাহায্যে ক্যামেরা ঢুকিয়ে দিলেই কাজ শেষ। এই রোবট তার হাতের কব্জি ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে সক্ষম।তাই শরীরের যেকোনো অগম্য স্থানেই বিনাকষ্টে পৌঁছে যেতে পারে ছোট হাতটি। চিকিৎসকেরা জানাচ্ছেন, সাধারণ অস্ত্রোপচারের থেকে রক্তপাতের সম্ভাবনাও এতে অনেক কম। রোগীর শারীরিক ধকলও অনেক কম হয় এতে ফলে অস্ত্রোপচারের পরের দিনই হাঁটতে পারেন রোগী।

২০০০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা 'দ্য ভিঞ্চি' প্রথমবার এই রোবট এনে সাড়া ফেলে গোটা বিশ্বে। এর আগেও ১৯৮৫ সালে একটি নিউরোলজিক্যাল বায়োপসি করতে সাহায্য নেওয়া হয়েছিল রোবটের২০১০ সালে দিল্লি তে প্রথম এই পদ্ধতিটি ব্যবহৃত হয়। বিভিন্ন স্ত্রীরোগ সংক্রান্ত অস্ত্রোপচার থেকে শুরু করে মাথা, গলা, কিডনি, ব্লাডার প্রভৃতির অস্ত্রোপচারে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে এই রোবোটিক সার্জারি।     

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...