পাহাড়ের গায়ে ঝিরঝির বৃষ্টি। ভেজা বাতাসে দোল খাচ্ছে বনফুল আর লতা। সতেজ সবুজ মধ্যেই চোখ টেনে নেয় কাচের ফুল। জলের ফোঁটায় ভিজে স্বচ্ছ ক্রিস্টাল। আলতো ছোঁয়া লাগলেই ঝরে পড়বে হীরের ফুল!
না, এই ফুল কোনও রূপকথার ফুল নয়। চিন, জাপান, আমেরিকার পাহাড়ি অঞ্চলে ট্রেকিং করতে গিয়ে এমন স্ফটিক পুষ্প অনেকেরই চোখ টেনেছে। ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কাচের ফুল দেখে মুগ্ধ হয়েছে মানুষ।
পাহাড়ি অঞ্চলে দেখা পাওয়া এই ফুলের পোশাকি নাম ডাইফাইলিয়া গ্রায়ি। লোকমুখে যার চেনা নাম 'স্কেলিটন ফ্লাওয়ার'। চিন, জাপান এবং আমেরিকার অ্যাপালাশিয়ান পাহাড়ি অঞ্চলে এই ফুল প্রচুর পরিমাণে দেখা যায়। মূলত পৃথিবীর এই তিন জায়গাতেই এই ফুল দেখা যায়। আদি নিবাস উত্তর ও মধ্য জাপান। জুন থেকে জুলাই পর্যন্ত ফুল ফোটে। গ্রীষ্মে এই ফুলের দেখা মেলে না।
এই ফুলের আকর্ষণের প্রধান কারণ এর চরিত্র। স্নেহ ও আনন্দের প্রতীক এই ফুল নানারকম মিথ শোনা যায় তা নিয়ে। জন্মের পর এই ফুল থাকে সাদা রঙের। ছোট ছোট ছাতার মতো গোল পাপড়ি। অনেকটা ক্যাকটাস গোত্রের ফুলের মতো। ঝোপে ঝাড়ে বা ঢালু জমিতে যখন ফুটে থাকে তখন আলাদা করে চোখে পড়ার তেমন কোনও কারণ নেই। কিন্তু তার গায়ে যদি এক ফোঁটা বৃষ্টির জল পড়ে তাহলে ম্যাজিক দেখায় হয় ফুল রাতারাতি রূপ বদলে সে ফুল যেন কাচের তৈরি! একেবারে ধুয়ে যায় সাদা রঙ। বর্ণহীন শুধু পাপড়ির জালক অবশিষ্ট থাকে। এই কারণেই ফুলের নাম ‘স্কেলিটন ফ্লাওয়ার’। যদিও তাকেই হঠাৎ দেখলে মনে হয় যেন কাচের ফুল।