দুর্গা পুজো বনাম ক্রিকেট বিশ্বকাপ, কোনটা দেখবে বাঙালিরা?

কী দেখবেন দুর্গা ঠাকুর নাকি ক্রিকেট বিশ্বকাপ? কোন দিকে যাবে এবার বাঙালি? এখন থেকেই শুরু হয়ে গিয়েছে ভাবনা চিন্তা। কী করবেন সবাই এবার? মা দুর্গা কি পারবেন এই লড়াই ঠিক করতে?

Durga-puja-world-cup (1)

এবারে বিশ্বকাপ ২০২৩ শুরু হচ্ছে ৫ই অক্টোবর। আর তার ঠিক ন’দিন পর মানে ১৪ই অক্টোবর মহালয়া। মহালয়া মানেই পড়ে গেল পুজোর ঢাকে কাঠি। বিশ্বকাপের সূচী অনুযায়ী সেদিন  ইংল্যান্ড বনাম আফগানিস্তান,  নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ আছে। ১৯ অক্টোবর মহাপঞ্চমী, সেদিন ভারত বনাম বাংলাদেশ ম্যাচ। এই ম্যাচ হবে পুনেতে। ২০ অক্টোবর মহাষষ্ঠী, সেদিন অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান। ম্যাচটা হবে বেঙ্গালুরুতে। ২১ অক্টোবর, মহাসপ্তমীতে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ হবে ওয়াংখেড়েতে।  ২২ অক্টোবর মহাষ্টমীতে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ। খেলা হবে ধরমশালায়। ২৩ অক্টোবর মহানবমীতে পাকিস্তান বনাম আফগানিস্তান চেন্নাইতে। ২৪ অক্টোবর দশমীতে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ মুম্বইতে। ২৫ অক্টোবর একাদশীতে অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার দিল্লিতে। ১৫ নভেম্বর ভাইফোঁটার দিন প্রথম সেমিফাইনাল। ম্যাচটি হবে মুম্বইতে। কিন্তু এই ম্যাচগুলো কোনটাই কলকাতায় হবে না। কিন্তু ভারতীয় দল মাঠে নামলে সব এক হয়ে যায়। আর তা যদি হয় ক্রিকেট বিশ্বকাপ, তা হলে তো কথাই নেই।

কলকাতায় ম্যাচ আছে লক্ষ্মীপুজোর দিন অর্থাৎ ২৮ অক্টোবর । সেদিন বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার। ১২ নভেম্বর কালীপুজো। সেদিন ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ হবে। ১৬ নভেম্বর অর্থাৎ ভাইফোঁটার পরের দিন দ্বিতীয় সেমিফাইনাল হবে কলকাতায় এবং ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল।

কী হবে কেউ জানেনা। পুজোর প্যান্ডেল দেখার সাথে সাথে কী পরিকল্পনা করবেন পুজোর কমিটি। এখনও পর্যন্ত কিছুই জানায়নি কেউ। যদি ভিড় বাড়ে পুলিশ কি পারবে সামলাতে?

বিশ্বকাপ কবে শুরু হবে, কবে শেষ হবে, সবটাই আগে থেকে জানানো হয়েছিল। ফলে আশা করা যায় সব দিকটাই সামলে নিতে পারবে মহানগরীর বাসিন্দারা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...