চলতি বছরে ফিরছে না শীত! কি বলছে আবহাওয়া দফতর?

চলতি মাসের শুরুতেই শহরে হঠাৎ পড়েছিল হাড় কাঁপানো শীত। কিন্তু কয়েকদিন হল শীত নেই। স্বাভাবিকের ওপরে সর্বনিম্ন তাপমাত্রা। তবে শুধু কলকাতা শহর নয়, প্রত্যেক জেলাগুলিতেই একই অবস্থা।

আজকেও শহরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৫৪ শতাংশ।

বছর শেষের দিকে! বড়দিন গেল, এবার আসছে নববর্ষ, কিন্তু শীতের একটুকুও চিহ্ন মিলছে না। মন খারাপ শীতপ্রেমিদের। সবার মনে একই প্রশ্ন, শীত কি আর পড়বে না? তাহলে কি, নতুন বছরের শুরুতে ফিরবে শীত?  কি বলছে আবহাওয়া দফতর?

1671375892_whatsapp-image-2022-12-18-at-7

চলতি বছরে আর শীত ফিরছে না এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও আপাতত থাকছে না, জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

মাসের শেষে হঠাৎ কেন শীত উধাও?

ভরা পৌষ মাস, সেই সময়, কনকনে শীতের বদলে তাপমাত্রা বেড়েই চলেছে। গতকাল শহরের তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ৪ ডিগ্রি ওপরে।

এই প্রশ্নের উত্তর দিলেন আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে যে বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ফলে রাজ্য়ে উত্তরে হাওয়া প্রবেশ করতে পারছে না। আর তার জায়গায় বঙ্গে প্রবেশ করছে পুবালি হাওয়া।

পাশাপাশি সাগর থেকে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করায় তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছে। আগামী ৩-৪ দিন এই জলীয় বাষ্পের প্রভাব থাকবে। যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।

এছাড়া জানা গিয়েছে যে আগামী কয়েকদিন দিন সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির কাছাকাছি। তাই এই বছর জাঁকিয়ে ঠাণ্ডা পড়ছে না।

নতুন বছরে আবহাওয়ার বদল হবে

হাওয়া অফিস আরও জানিয়েছে যে নতুন বছর থেকে আবার শীত পড়তে পারে। জানুয়ারীর ২ তারিখ নাগাদ অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ফের তাপমাত্রা কমতে থাকবে। ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। ৪-৫ তারিখ নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির কোনও সম্ভাবনা আছে কি?

জানা গিয়েছে যে রাজ্যের আবহাওয়া মূলত শুকনো থাকবে। উত্তর বা দক্ষিণ দুই বঙ্গেই, তাই এছাড়া আগামী কয়েকদিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। সকালে কুয়াশা থাকলেও, বেলা বাড়লে পরিষ্কার আকাশ। আবার কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে।

পাশাপাশি আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই। পশ্চিমের জেলাগুলিতে বেশি ঠান্ডা অনুভূত হবে বলে জানা গিয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই সপ্তাহে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই কিন্তু পাহাড়ের পরিবেশ বেশ মনোরম থাকবে বলেই জানা গিয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...