আগামী ২ মে প্রকাশ্যে আসবে মাধ্যমিকের রেজাল্ট! কোন ওয়েবসাইটে মিলবে ফলাফল? রইল সমস্ত তথ্য

প্রকাশ্যে এল মাধ্যমিক ফলপ্রকাশের তারিখ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে যে আগামী ২ মে অর্থাৎ বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। ওইদিন সকাল ৯টায় প্রকাশিত হবে ফলাফল। এরপর সকালে ৯.৪৫ থেকে ফল ওয়েবসাইট থেকে ছাত্রছাত্রীরা জানতে পারবে ফল৷ এমনটাই জানিয়েছে বোর্ড। এছাড়া পর্ষদের তরফ থেকে প্রতিবছরের মতন এবারেও প্রথম দশ পর্যন্ত তালিকা প্রকাশ করা হবে।  

গত সোমবার ফল প্রকাশের সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়৷

চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। সেই পরীক্ষা চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। মূল বিষয়ের যাবতীয় পরীক্ষা ১০ ফেব্রুয়ারি মিটে গিয়েছিল। আর ঐচ্ছিক বিষয়ের (অপশনাল ইলেকটিভ সাবজেক্ট) পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি।

মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী, পরীক্ষার ৯০ দিনের মাথাতেই প্রকাশ করতে হয় মাধ্যমিকের ফলাফল৷ আগামী ১২ মে আসলে তবেই ৯০ দিনের সেই সময়সীমা শেষ হচ্ছিল। তবে তার আগেই বেরিয়ে যাচ্ছে ফল। অর্থাৎ, পরীক্ষা শেষ হওয়ার ৮১ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চলেছে পর্ষদ। মাধ্যমিকের ফলাফল আগেই বের করা হবে, এমনটা অনেকেই মনে করছিলেন৷ এর আগে, ২০২৩ সালে ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত চলেছিল। এছাড়া ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় ৮৮ দিনের মাথায় মাধ্যমিকের ফলাফল প্রকাশ করেছিল পর্ষদ।

অনলাইনে কীভাবে দেখতে পাবেন রেজাল্ট? কোন ওয়েবসাইটে মিলবে এই বছরের মাধ্যমিক ফলাফল। পর্ষদ সূত্রে জানা গিয়েছে যে,  wbresults.nic.in ও www.wbbse.wb.gov.in — এই দুই অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে মাধ্যমিক পরীক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন তাঁদের রেজাল্ট। এছাড়া, রেজাল্ট প্রকাশের দিনই নিজেদের স্কুল থেকে রেজাল্ট পাবে সমস্ত ছাত্রছাত্রীরা৷

এটা শেয়ার করতে পারো

...

Loading...