প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত ৪’ সিজ়নের ফার্স্ট লুক। মুম্বইয়ে চলছে ওয়ার্ল্ড অডিয়ো ভিজ়ুয়াল এন্টারটেইনমেন্ট সামিট। সেখানেই একটি প্যানেলে প্রকাশ্যে এল এই ওয়েব সিরিজের ফার্স্ট লুক।
প্রথম থেকেই দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে ‘পঞ্চায়েত’ নামক এই ওয়েব সিরিজটি। এখনও পর্যন্ত এই ওয়েব সিরিজটির তিনটি সিজন প্রকাশিত হয়েছে। গ্রামের সরল সাধারণ মানুষের জীবনের গল্প বলে ‘পঞ্চায়েত’। এক শহুরে ছেলে গ্রামের সেই সরল জীবনযাত্রার সঙ্গে কীভাবে ওতপ্রোতভাবে মিশে যায়, সেই কাহিনিই ফুটে উঠেছে ওয়েব সিরিজটি জুড়ে। এর মধ্যে মিশেছে রাজনীতিও।
এবার প্রকাশ্যে এল সিরিজের নতুন সিজনের ফার্স্ট লুক। ৩ মে ওয়েভসে ‘পঞ্চায়েত ৪’-এর ফার্স্ট লুক টিজ়ার লঞ্চ অনুষ্ঠানে অংশ নিতে হাজির হয়েছিলেন সিরিজ়ের শিল্পী ও কলাকুশলীরা। অনুষ্ঠানে ছিলেন অভিনেতা জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, সুনীতা রাজওয়ার, পরিচালক দীপক কুমার মিশ্র ও লেখক চন্দন কুমার। এরপর থেকেই দর্শকদের মধ্যে এই সিরিজ নিয়ে উত্তেজনা তুঙ্গে উঠেছে। এবার শুধু মুক্তির অপেক্ষা।