রহস্যের খোঁজে আসছে 'Inspector নলিনীকান্ত'

দর্শকরা রহস্য আর রোমাঞ্চের স্বাদ পাবে পরিচালক সৌমিক চট্টোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ 'Inspector নলিনীকান্ত'র গল্পে। যেখানে সিরিজের মূল চরিত্রের নাম হল ডাঃ আদিত্য সেন যিনি পেশায় একজন সার্জন। কলকাতাবাসী সার্জন আদিত্য তার স্ত্রী শর্মিলার ১৫তম বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে বার বার পেশেন্টর ফোন আসার জন্য আদিত্যকে অপমানিত হতে হয় শর্মিলার কাছে। আর তার কিছু দিন পরেই আদিত্যর হাতে খুন হন শর্মিলা। কিন্তু ঘটনাস্থল এমন ভাবে সাজায় যে পুলিশের ধারণা হয় ডাকাতি করতে এসেই ডাকাতরা খুন করেছে শর্মিলাকে। ঘটনার পরেই আদিত্য সেমিনারের জন্য মুম্বই চলে আসে। শেষ পর্যন্ত এই খুনের মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ক্রাইম ব্রাঞ্চ অফিসার নলিনী কুন্ডু। অন্যদিকে আদিত্য জানত না যে শর্মিলা এখন মারা যায়নি। সে কোমায় রয়েছে। যদিও নলিনীকে কিছু জানানোর আগেই মৃত্যু হয় শর্মিলার। তাহলে নলিনী কীভাবে জানবে যে আদিত্যই আসল খুনি? তা জানতে দেখতে হবে ওয়েব সিরিজটি।

সিরিজে অভিনয় করেছেন রজতাভ দত্ত, সুব্রত দত্ত, রূপসা চট্টোপাধ্যায়, মিশকা হালিম, ছন্দক চৌধুরী, গৌতম সরকারের মতো অভিনেতারা। কাহিনি লিখেছেন সৌমিক চট্টোপাধ্যায়, অয়ন ভট্টাচার্য। চিত্রনাট্য লিখেছেন রুদ্র। চিত্রগ্ৰহণে সৌরভ বন্দোপাধ্যায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শিলাদিত্য গুহ, বিশ্বজিৎ দাস, দেবপ্রিয়া, রূপসা সেন। আরকাদিয়া এন্টারটেইনমেন্ট (Arkadia Entertainment) প্রযোজনায় ওটিটির পর্দায় আসতে চলেছে এই ওয়েব সিরিজ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...