একান্নবর্তী পরিবারের স্মৃতি ফিরিয়ে আনল ওয়েব সিরিজ 'এক ছাদের নিচে'

সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে বাঙালি হারিয়ে ফেলছে একান্নবর্তী পরিবার নিয়ে বাস করার স্মৃতি। সকালে চা খেয়ে বাজারে যাওয়া, ছোটরা মাঠে ক্রিকেট খেলতে যাওয়া, ময়দান যাওয়া, নন্দনে গিয়ে সিনেমা দেখা আর হয় না। এখন বদলে গিয়েছে সময়। বদলে গিয়েছে পরিবারের ধারণা। এসেছে নিউক্লিয়ার ফ্যামিলি। কিন্তু পরিবেশ পরিস্থিতি বদলালেও মনে রয়ে গিয়েছে সেই একান্নবর্তী পরিবারের স্মৃতির টান। নতুন পুরাতনের দ্বন্দ্বে আসলে কেমন থাকে তারা?

সেই কাহিনি নিয়েই পরিচালক অনির ওয়েব সিরিজ 'এক ছাদের নিচে'। সিরিজের মূল চরিত্র অসীম, শৌখিন আর তাদের ছেলে ঈশান ও তার স্ত্রী রাইমা। এক সঙ্গে থাকতে গিয়ে তাদের জীবন কতটা বদল ঘটেছে তা জানতে দেখতে হবে 'এক ছাদের নীচে' ওয়েব সিরিজটি।

এই সিরিজে পরিবারের সদস্যদের ভূমিকায় অভিনয় করেছেন ইন্দ্রনীল মল্লিক, অনিন্দিতা ভদ্র, রতন সরখেল ও ইন্দ্রানী মজুমদার। সিরিজের গল্পের সৃজনের ও প্রযোজনার দায়িত্ব সামলেছেন সোমেশ্বর চন্দ্র। সিরিজের ভাবনা ও সংলাপ দিয়েছেন সুপর্ণা মিত্র ও দেবাঞ্জনা ঘোষ মল্লিক। সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই সিরিজ।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...