মাস্কের সঙ্গে ধুতে হবে হাত

মাস্কের সঙ্গে ধুতে হবে হাত

করোনার সংক্রমণ থেকে বাঁচতে শুধু মাস্ক নয়, মানতে হবে অন্যান্য বিধিও। বারবার হাত ধোওয়া আর স্যানেটাইজার ব্যবহারের অভ্যাসকে জীবনযাত্রার অবিচ্ছেদ্য অঙ্গ করে নিতে হবে। কোনও একটা বাদ দিলেই বিপদ। ফের সতর্ক করলেন বিজ্ঞানীরা।
সারা বিশ্বে যখন অতিমারী ছড়িয়ে পড়ছে তখন শুরু থেকেই মাস্ক ব্যবহার আবশ্যিক বলে ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সঙ্গে অন্যান্য সাবধানতার কথাও বলা হয়েছিল। বারবার সাবান দিয়ে হাত ধোওয়া, স্যানেটাইজার ব্যবহার, সোশ্যাল ডিস্টেনসিং মেনে চলা।
কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে মানুষ মাস্ক পরলেও হাত ধোওয়া এবং বাকি বিষয়গুলো নিয়ে আদৌ সেভাবে সচেতন নয়। মাস্ক পরছি মানেই সব ঠিক আছে এই তাদের হালচাল।
সম্প্রতি একটি জার্নালে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের কিংস কলেজ যৌথ ভাবে একটি পর্যবেক্ষণ চালায়। তাতে দেখা যায় একদম শুরুতে হু যে বিষয়ে সতর্ক করেছিল বাস্তবে তাই ঘটছে। মাস্ক এর কারণে মানুষ নিজেকে ১০০ শতাংশ নিরাপদ ভাবছে তাই আর বাকি বিধিতে সেভাবে খেয়াল রাখার চেষ্টা করছে না। এই পরিস্থিতি জন স্বাস্হ্যকে বড় বিপদের মুখে ফেলেছে।
তাই জনসাধারণকে ফের সতর্ক করেছেন এই গবেষকরা। তারা জানিয়েছেন, মানুষ শুধুমাত্র মাস্ক পরে নিজেকে যতটা নিরাপদ মনে করছে আদৌ তা নয়। মাস্কের সঙ্গে সঙ্গে তাদের সব ধরনের করোনা সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলতে হবে। তবেই সুরক্ষিত থাকবে জনস্বাস্থ্য।

এটা শেয়ার করতে পারো

...

Loading...