এড়ানো গিয়েছে স্টেজ-৩

এড়ানো গিয়েছে স্টেজ-৩

করোনা যুদ্ধে কিছুটা আশার আলো দেখছে ভারত। এড়ানো গিয়েছে স্টেজ-৩। গোষ্ঠী সংক্রমণ। জানালেন কেন্দ্রীয় স্বাস্হ্য মন্ত্রী। মার্চ মাসে লক ডাউনের শুরু থেকে করোনার ছড়িয়ে পড়াকে স্টেজ-৩ বেঁধে রাখার চেষ্টা করা হচ্ছিল। অবশেষে এলো সাফল্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন শুক্রবার জানিয়েছেন, ' দেশকে গোষ্ঠী সংক্রমনের হাত থেকে রক্ষা করা গিয়েছে। এই মুহূর্তে দেশে যে পরিমাণ টেস্ট হচ্ছে তার ৪ শতাংশ পজেটিভ আসছে। এক জায়গা থেকেই অনেক পজেটিভ কেস পাওয়া যাচ্ছে।' এপ্রিল মাসের শুরুতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল ভারত স্টেজ ২ আর ৩ মাঝামাঝি জায়গায় আছে।

দেশের ৮০ জেলায় গত ২ সপ্তাহে নতুন করে কোনও সংক্রমণ ঘটেনি। সুস্থতার হার ২০ শতাংশ। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৭৭। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭১৮ জনের। আইসিএমআর-এর সিনিয়র সায়েন্টিস্ট ড, রমন আর গঙ্গাখেদকর জানিয়েছেন, ভারতে আক্রান্তের সংখ্যা আর খুব বেশি বাড়বে না। মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হবে।
ভারতে আক্রান্তের সংখ্যা বাড়লেও যেভাবে টেস্ট হচ্ছে তাতে ভারত ঠিক পথেই এগোচ্ছে বলে মনে করছে আন্তর্জাতিক মহলও। এমন কী চিনের চিকিৎসকরাও জানিয়েছেন ভারতে রোগীর সংখ্যা বাড়লেও করোনাকে যে তাড়াতাড়ি কাবু করা সম্ভব।

এটা শেয়ার করতে পারো

...

Loading...