জয়েন্টে প্রথম কলকাতার সাহিল, ভবিষ্যতে গবেষণার পরিকল্পনা

আজ চলতি বছরের ইঞ্জিনিয়রিংয়ের ফলপ্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের ছাত্র মোহাম্মদ সাহিল আখতার। দ্বিতীয় হয়েছে্ন একই স্কুলের ছাত্র সোহম দাস।

বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী সারা মুখোপাধ্যায় জয়েন্টে তৃতীয় স্থান অর্জন করেছেন। চতুর্থ হয়েছে্ন সৌহার্দ্য দণ্ডপাট।মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পঞ্চম হয়েছে্ন অয়ন গোস্বামী। দুর্গাপুরের হেমশীলা মডেল হাইস্কুলের ছাত্র।

প্রথম স্থান অধিকারী মোহাম্মদ সাহিল আখতার জানিয়েছেন, প্রথম হবেন ভাবতে পারে্ননি। মেধাতালিকার প্রথম দশে থাকবেন, আশা করেছিলেন। টানা দু’বছর খেটেছেন ভালো ফলের জন্য। আলাদা করে বিশেষ কোনও প্রস্তুতি নেননি, দিনে ১১ থেকে ১২ ঘন্টা পড়াশোনা করতেন। ভবিষ্যতে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি’তে ভর্তি হওয়ার পরিকল্পনা আছে।  

এ বছর জয়েন্ট পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৯১৬। পরীক্ষায় বসেছিল ৯৭ হাজার ৯২৪ জন। সফল ৯৬ হাজার ৯১৩ জন। গত বছর সংখ্যাটা ছিল ১ লক্ষ ১ হাজার ৪১৩। 

জয়েন্ট পরীক্ষা হয় ৩০ এপ্রিল। পরীক্ষার ২৬ দিনের মাথায় রেজাল্ট প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। জুনের শেষেই কাউন্সেলিং হবে বলে আশা বোর্ডের। গত কয়েক বছরের মতো এ বারেও তিনটি পর্যায়ে কাউন্সেলিং হবে। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য কাউন্সেলিং বিষয়ে একটি পুস্তিকাও প্রকাশ করবে বোর্ড।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...