জমে উঠেছে ধারাবাহিক 'কৃষ্ণকলি'। রাধারানী আর রুক্মিণী উঠে পড়ে লেগেছে কী ভাবে শ্যামাকে সবার সামনে রেডিও জকি কৃষ্ণকলি হিসেবে প্রমাণ করা যায়। কিছুতেই তারা তাদের এই লক্ষ্যে সফল হতে পারছে না।

ওদিকে পারিবারিক কোম্পানিতে আজ কর্মরত দিশা। কোম্পানিতে ঢুকেই সে নিজের আখের গোছাতে মরিয়া হয়ে উঠেছে।

সে প্রথমেই কোম্পানির সব পুরনো কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত করে দেয়। কর্মচারীরা নিখিল আর বসন্ত চৌধুরীর কাছে এসে অভিযোগ জানায়। দিশার উপর ক্ষুব্ধ হয় বসন্ত চৌধুরী। দিশার কথা ফিরিয়ে নিয়ে কর্মচারীদের ফের কাজে ফেরার নির্দেশ দেয় বসন্ত চৌধুরী।

দিশা কী করবে এবার? সে কি নিজের এত বড় অপমান মুখ বুজে সহ্য করবে? নাকি অন্য কোনও মতলব ফাঁদবে এবার আরও একবার? আর তাতে কি সফল হবে? জানা যাবে চলতি সপ্তাহের পর্বগুলিতে।
জানতে হলে 'কৃষ্ণকলি' দেখুন সোম থেকে রবি সন্ধে ৭ টায় জি বাংলায়।
 In English
													
