ভোট দিলেই খাবারের বিলে পাওয়া যাবে ২০ শতাংশ ছাড়! কোন রাজ্যে? জানুন বিশদে

আসন্ন লোকসভা ভোটের জন্য মুখিয়ে গোটা ভারতবাসী। আর কিছুদিন পরেই শুরু হবে প্রথম দফার ভোট। তবে, তার আগেই ভোটারদের জন্য এল এক বিশেষ ঘোষণা। খুশির খবর খাদ্যরসিকদের জন্য যা শুনে মন ভালো হবেই হবে। 

চলতি বছর ভোট দেওয়ার পর ভোটার যদি কোনও হোটেল কিংবা কোনও রেস্তরাঁয় খেতে গেলেই খাবারের বিলে পাওয়া যাবে ২০ শতাংশ ছাড়। হ্যাঁ, ঠিকই শুনছেন। তবে, গোটা দেশে নয়, আপাতত একটা রাজ্যই ছাড় মিলবে ভোটারদের। সেই রাজ্য হল উত্তরাখাণ্ড।

এছাড়া এই ছাড় পাওয়া যাবে নির্দিষ্ট সময়ের জন্য। এখনও পর্যন্ত জন্য এই বিশেষ উপহার দেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে কমিশনের সঙ্গে মৌ সাক্ষর করেছে উত্তরাখণ্ডের সমস্ত হোটেল এবং রেস্তরাঁ সংগঠন। 

Lok Sabha elections

আসন্ন লোকসভা নির্বাচনে মোট সাত দফায় ভোট হবে এবং ১৯ এপ্রিল থেকে শুরু হবে ভোট। এরপর ভোট গণনা হবে ৪ জুন।

উত্তরাখাণ্ডে ভোট হবে প্রথম দফায় অর্থাৎ ১৯ এপ্রিল।

ফলে, নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে ১৯ এপ্রিল ভোটকেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে কোনও ভোটার যদি হোটেল বা রেস্তরাঁয় খেতে যান, তবে খাবারের বিলে তিনি ২০ শতাংশ ছাড় পাবেন।

এছাড়া ২০ এপ্রিলও এই পরিষেবা উপভোগ করতে পারবেন ভোটারেরা। কিন্তু তারপর আর ভোট দেওয়ার জন্য খাবারের বিলে এই বাড়তি ছাড় পাবেন না ভোটারেরা।

উত্তরাখণ্ডের সমস্ত হোটেল এবং রেস্তরাঁ সংগঠনের সভাপতি এই প্রসঙ্গে জানিয়েছেন যে খাবারের বিলে ছাড় দেওয়ার আগে আঙুলে কালির ছাপ দেখে খতিয়ে দেখবেন যে আদেও তাঁরা ভোট দিয়েছেন কি না। নির্বাচন কমিশন এই বিশেষ ঘোষণা করেছে উত্তরাখণ্ডের অধিকাংশ ভোটারের মধ্যে ভোট দেওয়ার উৎসাহ বৃদ্ধি করতেই।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...