খবর হল ‘ভোটের খাবার’

ভোটের খবরের পাশাপাশি এবার শহরে এলো ভোটের খাবার| প্রার্থী দল নির্বিশেষে সকলের জন্য এক রেস্তোঁরা, যা নিয়ে এলো ভোটের খাবার| সম্প্রতি পাটুলিতে এক রেস্তোঁরায় তৈরী হচ্ছে ভোটের জন্য বিশেষ খাবার| আলাদা নীতি, আলাদা পন্থা আলাদা আলাদা দলের কিন্তু খাবার -সেক্ষেত্রে তো মিলে যেতেই পারে সমস্ত শিবির| প্রখর তাপের সাথে সাথে একই ভাবে পাল্লা দিয়ে বাড়ছে ভোটের পারদ| আর এহেন রেস্তোঁরা সাধারণ মানুষ থেকে শুরু করে ভোটের কর্মী, সমর্থক প্রার্থী সকলের জন্যই| এবার বলা যাক কি কি মেন্যু থাকছে এই রেস্তোঁরায় ভোট স্পেশ্যাল, যা একইসাথে স্বাস্থ্যকর ও সুস্বাদুও আবার মধ্যবিত্তের নাগালে| রয়েছে ঝালমুড়ি, একবাটি ঝালমুড়ির দাম ১৮ টাকা, একপ্লেট মিহিদানা ৩৫ টাকা, গ্রিন-টি ২৫ টাকা, রয়েছে চিকেন ক্লিয়ার স্যুপ, বয়েল্ড চিকেন থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর পছন্দের চা মুড়ি কিংবা লুচি-আলুরদম সবটাই পাওয়া যাচ্ছে এই রেস্তোঁরায় | এমন কার্যক্রম যাঁর মস্তিষ্কপ্রসূত এবার তাঁর পরিচয়ে আসা যাক, রেস্তোঁরার নাম 'ইউয়ান' যার কর্মকর্ত্রী হলেন অঞ্জনা দত্ত| জানা যাচ্ছে যে মাস তিনেক আগে তাঁর এই রেস্তোঁরার যাত্রা শুরু| আর এখন তাঁর রেস্তোঁরায় সবার নজর কাড়ছে ভোটের খাবার| তারকা প্রার্থী থেকে ভোট কর্মী এমনকি সাধারন মানুষ সকলেই আসছেন এই রেস্তোঁরায় খাবার খুঁজতে দামও যে সাধ্যের মধ্যেই তা আর বলে দিতে হবে না| শুধুই তাই নয় এই দোকানের কর্ণধার ভোটের প্রচারে গিয়ে অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হওয়ার বদলে তেল বিহীন চাইনিজ খাবারের ওপরই ভরসা রাখছেন| কাজেই যাবেন নাকি একবার পাটুলির এই রেস্তোঁরায় ভোটের স্পেশ্যাল খাবার খেতে?

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...