মাত্র ৬ রানেই রেকর্ড

টি২০ ক্রিকেটে রেকর্ড করা, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির কাছে নতুন কিছু নয়। ইতিমধ্যেই একজন ভারতীয় ব্যাটসম্যান হিসাবে টি২০ ক্রিকেটে সর্বচ্চ রান করার রেকর্ডে, সেয়ানে সেয়ানে লড়াই চলছে তারই সতীর্থ খেলোয়াড় রোহিত শর্মার সঙ্গে।  একটি ম্যাচে কোহলি এগিয়ে যায় তো অন্য একটি ম্যাচে রোহিত। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে আরও একটি নতুন মাইলস্টোন ছুঁতে চলেছেন ‘চেজ মাস্টার’। 

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘সিরিজ ডিসাইডার’ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৬ রান করতে পারলেই প্রথম ভারতীয় হিসাবে ঘরের মাঠে ১ হাজার রান পুর্ণ করবেন কোহলি। এর আগে দেশের জার্সি গায়ে এই মাইলস্টোন ছুঁতে পরেছিলেন দুই নিউজিল্যান্ড তারকা মার্টিন গাপটিল ও কলিন মুনরো।

দুর্ভাগ্যবসত ‘রান মেশিন’ কোহলি দ্বিতীয় টি২০-তে, এই রেকর্ড করতে পারতেন তবে তার জন্য প্রয়োজন ছিল ২৪ রান, সেখানে ১৮ রানেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান কোহলি। নয়ত আরও একটি ম্যাচের অপেক্ষা করতে হতো না ক্রিকেট সমর্থকদের। তবে বর্তমানে ছন্দে আছেন অধিনায়ক, তাই ৬ রান করাটা যে খুব একটা কঠিন নয় তা বলাই বাহুল্য।

এটা শেয়ার করতে পারো

...

Loading...