নতুন বছরে নতুন রেকর্ডের হাতছানি কোহলির

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট, সে টেস্ট হোক বা ওয়ান ডে বা টি-২০, বহু রেকর্ডর অধিকারী হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তবে সেখানেই শেষ হয়ে যায়নি। নতুন বছরে ফের নতুন রেকর্ডের অধিকারী হতে চলেছেন তিনি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে মাত্র ১ রান করতে পারলেই সতীর্থ খেলোয়াড় রোহিত শর্মার রেকর্ড ভাঙবেন তিনি। টি-২০ তে সর্বাধিক রান ২ হাজার ৬৩৩ রান করে আপাতত শীর্ষ স্থানে রয়েছেন ভারতের এই দুই ব্যাটসম্যান, অন্যদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে নেই রোহিত শর্মা। তাই অনায়াসেই ‘হিটম্যান’ কে ছাপিয়ে প্রথম স্থানের অধিকারী হতে পারেন ‘রান মেশিন’।

এছাড়াও গতবছর স্বপ্নের ছন্দে ছিলেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০তে তার করা ৫০ বলে ৯৪ রানের জেরে ২০৮ রান তাড়া করে জয় পায় ভারত। তৃতীয় টি-২০তে তার ২৯ বলে ৭০ রানের জন্য মাত্র তিনটি উইকেট ২৪০ রান তুলে ম্যাচ জেতে ভারত। তাই আসন্ন টি-২০ তে সর্বচ্চ রানের রেকর্ড ছুঁতে যে ‘চেজ মাস্টার’-এর বেশি সময় লাগবে না তা হলফ করে বলা যায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...