VANDE BHARAT EXPRESS NEW RULES: এবার জল অপচয় রুখতে অভিনব সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ! জানুন বিশদে

এবার যাত্রীদের সুবিধার্থে এবং জল সম্পদের অপচয় কমিয়ে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে বন্দে ভারত ট্রেন।

বর্তমানে যাত্রীদের ১ লিটার জলের জায়গায় ৫০০ এমএল রেল নীর জল দেওয়ার ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। এছাড়া বর্তমান গ্রীষ্মকালের প্রতি লক্ষ্য রেখে এই পদক্ষেপ নিয়েছে রেল সংস্থা। ভারতীয় রেলের সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে, সমস্ত বন্দে ভারত ট্রেনের যাত্রীদের জন্য ৫০০ এমএল-এর রেল নীর প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার (পিডব্লিউডি) বোতল যোগান ধরার সিদ্ধান্ত নিয়েছে।

জানা গিয়েছে যে পুরো যাত্রার জন্য মোটেই একটা বোতল দেওয়া হবে না। যাত্রীদের চাহিদার ভিত্তিতে যদি প্রয়োজন হয় তাহলে অতিরিক্ত একটি ৫০০ এমএল জলের বোতল দেওয়া হবে, কোনও মাসুল ছাড়াই।

এই বন্দে ভারত ট্রেনের টিকিট অধিকাংশ যাত্রীরাই বুক করেন স্বল্প দূরত্বের যাত্রা জন্য। তাই রেল কর্তৃপক্ষের মতে বেশিরভাগ ক্ষেত্রেই ৫০০ এমএল জলের বোতল পর্যাপ্ত হবে এবং স্বল্প দূরত্বের যাত্রার জন্য যাত্রীদের কাছেও তা সুবিধাজনক হয়ে উঠবে।

২০১৯ সালে দেশে প্রথম বন্দে ভারত ট্রেন চালু হয়েছিল। বন্দে ভারত ট্রেনে যাত্রীরা অনেক সুযোগ-সুবিধা উপভোগ করেন তার মধ্যে অন্যতম হল যাত্রার সময় মনোরম প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হওয়া এবং লাগেজ রাখার পর্যাপ্ত স্থান।

এবার পানীয় জলের ৫০০ এমএল বোতল চালু করার পদক্ষেপ নিয়েছে রেল। ফলে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির এবং দেশের অবশিষ্ট অংশের যাত্রীদের যাত্রাকালীন সুবিধা আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছেন তাঁরা। আর তাতেই জল অপচয় বন্ধ হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...