উত্তম কুমারের স্মরনে নন্দনে চলচিত্র উৎসব

১৯৬৮ সেপ্টেম্বরে মহানায়ক উত্তম কুমারের সভাপতিত্বে চলচিত্র,মঞ্চ, যাত্রা, সঙ্গীত, ও বেতারের পেশাদার শিল্পীদের সমন্বয়ে 'শিল্পী সংসদ' গঠিত হয়। 'শিল্পী সংসদ'-এর কর্মসূচীর মধ্যে উল্লেখযোগ্য হলো দুঃস্থ শিল্পী ও কলাকুশলী বা তাঁদের পরিবারবর্গকে সেবার মধ্যমে সব রকমভাবে সাহায্য করা , পেশাগত সমস্যার মোকাবিলা করা এবং সুস্থ সংস্কৃতিবোধ জাগিয়ে তোলা।এ পর্যন্ত দুঃস্থ শিল্পী ও কলাকুশলীদের কল্যাণার্থে 'শিল্পী সংসদ' প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয় করেছে। মহানায়ক উত্তম কুমারের ৩৮ তম প্রয়ান বর্ষে দুঃস্থ শিল্পীদের সাহায্যার্থে শিল্পী সংসদ নন্দন ১-এ  আয়োজন করলো 'উত্তম চলচিত্র উৎসব ২০১৮'২৪ শে জুলাই মহামান্য রাজ্যপাল শ্রী কেশরী নাথ ত্রিপাঠির উপস্থিতিতে উত্তম চলচিত্র উৎসবের উদ্বোধন ঘটে। উপস্থিত ছিলেন 'শিল্পী সংসদ'-এর প্রেসিডেন্ট ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়,রত্না ঘোষাল,অভিনেতা দুলাল লাহিড়ী , পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়,রেশমি মিত্র প্রমুখ। চলচিত্র উৎসব চলবে ৩০শে জুলাই পর্যন্ত। উৎসবে দেখানো হচ্ছে 'সাড়ে চুয়াত্তর','কায়াহীনের কাহিনী' , 'রাজবংশ','কখনো মেঘ','বিচারক', 'শ্যামলী' , 'অসাধারন','দেয়ানেয়া' , 'বিলম্বিত লয়' , 'মঞ্জরি অপেরা','সন্ন্যাসী রাজা' , 'চিড়িয়াখানা','ইন্দ্রানী','দুই পৃথিবী'। উৎসবের উপার্জিত অর্থ  দুঃস্থ শিল্পীদের সাহায্যার্থে ব্যয় করা হবে ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...