রূপচর্চায় টুথপেস্ট

পুরুষ থেকে মহিলা সৌন্দর্য ধরে রাখতে কে না চায়। কিন্তু সবসময় নামিদামি প্রসাধনী ব্যবহার করা সাধ্যের মধ্যে থাকে না। সেক্ষত্রে কি করা যায়? আগেকার দিনে ঠাকুমা-দিদিমারা মোটেও এইসব দামি প্রসাধনী ব্যবহার করতেন না। তাই বলে তাদের সৌন্দর্য কি চলে যেত? মোটেই না। বরং এখনই অত্যধিক দূষণের ফলে সৌন্দর্য টিকিয়ে রাখা সমস্যার হয়েছে। কুছ পরোয়া নেহি। আমাদের হাতের কাছেই রয়েছে এমন কিছু উপাদান যা নামিদামি প্রসাধনী দ্রব্যের থেকেও বেশি উপকারে আসে। আমরা সবাই জানি টুথপেস্ট ব্যবহৃত হয় রুপোর জিনিস পরিষ্কার করতে। সকালে উঠে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ব্রাশ করা আমাদের নিত্যদিনের অভ্যাস। কিন্তু এই টুথপেস্ট যে আমাদের রূপচর্চাতেও ব্যবহার করা যায় তা কি জানেন? শুনতে অদ্ভুত লাগছে তো? কিন্তু এটাই সত্যি।  চলুন আজ  জেনে নিন রূপচর্চায় টুথপেস্ট-এর কিছু ব্যবহার।  ব্রণর সমস্যায় ভুগছেন? রাতে ঘুমানোর আগে ব্রণর উপর একটি কিউ-টিপের সাহায্যে লাগিয়ে নিন একটুখানি পেস্ট। যেকোনো দাগছোপ কমাতেও টুথপেস্ট সমান উপকারী। বলিরেখার সমস্যায় যারা ভুগছেন তারাও রাতে একটুখানি টুথপেস্ট বলিরেখার জায়গায় লাগিয়ে রাখবেন রাতে শুতে যাওয়ার আগে সকালে উঠে মুখ ধুয়ে নেবেন।আরেকটি বড় সমস্যা যার সম্মুখীন সকলেই জীবনের কোনো না কোনো সময়ে হতেই হয় তা হল ব্ল্যাকহেডস এর সমস্যা। সেটির ক্ষেত্রেও উপকারী ওই সকালের দাঁত মাজার পেস্ট। একটি টুথব্রাশের মধ্যে কিছুটা পেস্ট নিয়ে তা নাকের চারপাশে ভালো করে ঘষুন। বেশ কয়েকবার করলে উপকার পাবেন হাতেনাতে। মুখের অবাঞ্ছিত  লোমের থেকে মুক্তি পেতে সামান্য টুথ পেস্টের সাথে মিশিয়ে নিন এক ফোঁটা লেবুর রস ও তার সাথে নুনন বা চিনি। এবার এই মিশ্রণটি নিচ থেকে উপরের ডিরেকশনে মালিশ করুন। মুক্তি পাবেন অবাঞ্ছিত লোমের হাত থেকে। এরকম বিউটি টিপস আরোও  জানার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...