একের পর এক ছবি দিয়ে দর্শকদের চমকে দিয়েছে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি। আর যার পরিচালনায় এই সকল ছবিগুলো তৈরি হয়েছে তিনি হলেন এস এস রাজামৌলী। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির জয়যাত্রা যে এখনও অব্যাহত তার প্রমাণ দিতে অশ্বিন গঙ্গারাজুর পরিচালনায় আসছে তেলেগু ছবি '১৭৭০'। সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষে সেই ছবির মোশান পোস্টার প্রকাশ্যে এসেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'আনন্দমঠ' উপন্যাসের গল্প অবলম্বনে নির্মিত হবে ছবি। 'বাহুবলী', 'বাহুবলী-২', 'ইগা'-এর মতো ছবির সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিন। ১২ বছর ধরে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। ২০২১ সালে প্রথমবার কোনও ছবি পরিচালনা করেছিলেন তিনি নাম 'আকাশবাণী'। এবার একটি প্যান ইন্ডিয়া ছবি পরিচালনা করছেন। তেলেগুর পাশাপাশি হিন্দি, তামিল, কন্নড়, মালায়লম ও বাংলা ভাষায় মুক্তি পাবে ছবি।
ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ভি বিজয়েন্দ্রা প্রসাদ, ছবির কনসেপ্ট ও ক্রিয়েটর রাম কমল মুখোপাধ্যায়। প্রযোজনা করবেন শৈলেন্দ্র কুমার, সুজয় কুট্টি, কৃষ্ণ কুমার বি এবং সুরজ শর্মা। যদিও ছবিতে কোন কোন অভিনেতা বা অভিনেত্রী রয়েছেন এখনও জানা যায়নি। এস এস ওয়ান এন্টারটেইনমেন্ট ও পিকে এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি।