এবার এক অন্ধ রাজার ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। ছবির নাম 'পরিচয় গুপ্ত'। সম্প্রতি কলকাতায় ছবির শুটিং শেষ হয়েছে। পরিচালক রণ রাজের এই ছবিতে ১৯৫০ সালের প্রেক্ষাপটের এক অন্ধ রাজা ও তার বন্ধু স্থানীয় প্রত্নতত্ত্ববিদের গল্প দেখানো হয়েছে। গল্পে ব্রাহ্ম বিধবা নারীর প্রেমে পড়তে দেখা যাবে প্রত্নতত্ত্ববিদকে। ছবির পরিচালক জানিয়েছেন, ছবির চরিত্রের মতো বাস্তবেও বহু মানুষের মধ্যে এই ধরনের সিক্রেট আইডেনটিটি থাকতে পারে। তবে শুধুমাত্র পরিচয় গোপন নয় রয়েছে আরও রহস্য। যা ভাল লাগবে দর্শকদের। তবে ছবির মূল আকর্ষণ ঋত্বিক চক্রবর্তী। কিন্তু অন্ধের চরিত্রে প্রথমবার অভিনয় করতে চলেছেন তিনি। দর্শক তার অভিনীত এই চরিত্রটা দেখার জন্য উৎসাহ দেখিয়েছে।
তবে ছবিতে ঋত্বিক ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্ত, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দোপাধ্যায়, দর্শনা বণিকের মতো জনপ্রিয় অভিনেত্রীদের। ছবির গল্প লিখেছেন অয়ন্তিকা বন্দোপাধ্যায়। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শুভেন্দু অধিকারী। এছাড়াও ছবিতে গান গেয়েছেন অরিজিৎ সিং। চলতি বছরেই মুক্তি পাবে ছবিটি।