একজন শিল্পীর কাছে তার জাত, ধর্মের চেয়ে বড় সম্পদ হল শিল্পী সত্ত্বা। 'বিসমিল্লা' ছবিটি এমনই এক শিল্পীর জীবনের গল্প। সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের পরবর্তী ছবি 'বিসমিল্লা'। যেখানে সানাই বাদক 'বিসমিল্লা'র চরিত্রে অভিনয় করেছেন ঋদ্ধি সেন। পরিচালক হিসেবে 'কেদারা' ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। তাই ট্রেলার ও পোস্টার দেখার পর থেকেই দর্শকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে ছবি নিয়ে। গল্পের 'বিসমিল্লাহ' হল একজন সানাই বাদক। যার পরিবার বহুকাল ধরেই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। এক সময় নিজের পরিবারের সেই ঐতিহ্য রক্ষার দায়িত্ব পরে 'বিসমিল্লা'র উপর। কিন্তু সময়ের সঙ্গে বদল হয়ে তার সঙ্গীতচর্চার ধরনে। এই পরিবর্তন মেনে নিতে পারেনি তার বাবা। যদিও পরে সানাই বাদক হিসেবেই পরিচিতি পান 'বিসমিল্লা'। তার জীবনের এই গল্প জানতে দেখতে হবে 'বিসমিল্লা' ছবিটি।
ছবিতে ঋদ্ধি সেন ছাড়াও ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম যেমন- কৌশিক গঙ্গোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অপরাজিত আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী, সুরঙ্গনা বন্দোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত, অনিন্দিতা রায়চৌধুরী, অগ্নি সেনগুপ্ত, জয়দীপ কুন্ডু, ইন্দ্রনীল রায়, দেবপ্রতীম দাশগুপ্ত, ঋকের মতো অভিনেতারা। সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। গানের কথা লিখেছেন শ্রীজাত ও রিতম সেন। ছবিতে গান গেয়েছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, কৌশিক চক্রবর্তী, অদিতি মুন্সি, সৌম্যদীপ মুর্শিদাবাদি, রূপঙ্কর বাগচি, শোভন মজুমদার, দেবর্ষি মুখোপাধ্যায়, অমৃতা সিং দেবায়ন বন্দোপাধ্যায়ের মতো শিল্পীরা। আগামী ১৯ আগস্ট বড় পর্দায় আসছে এই ছবি।