বিনোদিনী দাসীর জীবন কাহিনী এবার আসছে বাংলা সিনেমার পর্দায়। ছবির নাম 'বিনোদিনী'। পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের এই ছবিতে নটী বিনোদিনীর চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। সেই ছবির পোস্টার ও টিজার লঞ্চ হয়েছিল। শিক্ষক দিবস উপলক্ষ্যে ছবির মুখ্য চরিত্রের নাম ঘোষণা করেছেন রাম কমল মুখোপাধ্যায়। এই ছবির জন্য ভারতীয় শাস্ত্রীয় নৃত্য অনুশীলন করতে হয়েছে তাঁকে। ছবিরে পোস্টারেও সম্পূর্ণ আলাদা লুকে দেখতে পাওয়া গিয়েছে রুক্সিণীকে। যেখানে গেরুয়া পোশাক, কপালে রসকলি ও এক মাথা কোঁকড়ানো চুলে চমক দিয়েছেন অভিনেত্রী।
এই ছবি সম্পর্কে পরিচালক রাম কমল মুখোপাধ্যায় বলেছেন, “তিনি সবসময় বাঙালি দর্শকদের জন্য বিনোদিনী দাসীর চমকপ্রদ গল্প বলতে চেয়েছিলাম। এই ধরনের একটি মিউজিক্যাল ফিল্ম মাউন্ট করার জন্য যে বাজেট আশা করেছিলেন তা পেতে তাকে প্রায় দুই বছর সংগ্রাম করতে হয়েছে। রুক্মিণী মৈত্র একমাত্র ব্যক্তি যিনি তার বিশ্বাসের পাশে দাঁড়িয়েছিলেন। যেহেতু তিনি 'সিজনস গ্রিটিংস' এবং 'এক দুয়া' ছবিতে তাঁর কাজ দেখেছিলেন, তাই তিনি বিশ্বাস করেছিলেন যে রাম কমল মুখোপাধ্যায় সম্ভবত বাংলা থিয়েটারের এই মেগা তারকার বেদনা এবং যাত্রা পরিচালনা করতে পারব। তিনি আনন্দিত যে রুক্মিণী তার ছবির বিনোদিনী হয়েছেন।"
ছবির গল্প, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন প্রিয়াঙ্কা পোদ্দার। ছবি উপস্থাপন করেছে দেব এন্টারটেইনমেন্টস ভেঞ্চার। প্রযোজনার দায়িত্ব সামলেছে শৈলেন্দ্র কুমার, সুরজ শর্মা এবং প্রতীক চক্রবর্তী।