বহুবার ব্যর্থ হয়েও হাল ছাড়েনি, ইউপিএসসিতে ‘সপ্তম’ স্থান অর্জন করলেন জঙ্গলমহলের পার্থ করণ

কথায় বলে ‘ইচ্ছে থাকলে উপায় হয়!’ ঠিক এই কথাটাই সকলের কাছে প্রমাণ করে দিলেন জঙ্গলমহল বাঁকুড়ার যুবক পার্থ করণ। একবার নয়, দু বার নয়, ছয় বারের পর চেষ্টার পরেই সফল হন তিনি। লক্ষ্য-ভেদ করেছেন জঙ্গলমহলের পার্থ!

দেশের সবথেকে কঠিন এবং উচ্চ পদমর্যাদা প্রাপ্তির পরীক্ষা, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। সেই পরিক্ষার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিভাগে সারা দেশের মধ্যে সপ্তম স্থান ৩০ বছরের যুবক পার্থ করণ।

ইতিমধ্যে এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া ছড়িয়ে পড়ে গোটা পরিবার সহ জঙ্গলমহল জুড়ে!

দেশ জুড়ে সাড়া ফেলেছে বিধু বিনোদ চোপড়ার ছবি 'টুয়েলভথ ফেল।' সেখানে মনোজ কুমারের সেই গল্প মন ছুঁয়েছে সকল দর্শকদের। কিন্তু এবার সেই গল্পকেও হার মানিয়ে এগিয়ে গিয়েছে বাঁকুড়ার পার্থ।

"ব্যর্থতাই হল সাফল্যের চাবিকাঠি। ভেঙে পড়ার কিছু নেই! চেষ্টা চালিয়ে যাও, সাফল্য আসবেই।"  ছেলেকে সবসময় এমনটাই বলতেন তাঁর বাবা, অলোক করণ। জানা গিয়েছে যে ছেলের পড়াশোনার তাগিদে অলোক বাবু বাঁকুড়ার প্রত্যন্ত মাড়োশোল গ্রাম থেকে উন্নত সারেঙ্গা এলাকায় চলে এসেছিলেন। তাঁর স্ত্রী সন্ধ্যা করণ একজন গৃহবধূ। ছেলে পার্থ শৈশব থেকেই খুব মেধাবী ছিল।

সারেঙ্গা মাহাত্মাজী স্মৃতি বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন পার্থ। এরপর কলকাতার স্কটিশ চার্চ কলেজে পদার্থবিদ্যা নিয়ে স্নাতক হন। তারপর আইআইটি জ্যাম পরীক্ষা দিয়ে আইআইটি গুয়াহাটি থেকে স্নাতকোত্তর করে পিএইচডি করে ভারতের রাজধানীতে পাড়ি দেন তিনি।  

সেখানেই গিয়েই জীবনের মোড় ঘুরে যায় পার্থ-র। প্রশাসনের সর্বোচ্চ স্থানে পৌঁছনোর লক্ষ্যে ইউপিএসসি ক্র্যাক করার কথা ভাবেন। মনের ভেতর একটা জেদ চেপে বসে। পরপর চার বছর আইএএস, আইপিএস হওয়ার চেষ্টা করে, কিন্তু প্রতিবার ব্যার্থ হয় সে। তবে, একবারের জন্য হাল ছাড়েননি পার্থ!

এরপর বিষয় পরিবর্তন করে জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার পরীক্ষার জন্য নতুন করে প্রস্তুতি নিতে শুরু করেন পার্থ। সেখানে প্রথমবার সাক্ষাৎকার পর্ব পর্যন্ত পৌঁছে যান। কিন্তু সাফল্য আসেনি! লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। শেষমেশ ইউপিএসসি ২০২৩-তে সাফল্য পান তিনি। সপ্তম স্থান অধিকার করেন তিনি।

এক সংবাদমাধ্যমে পার্থ জানিয়েছেন যে ‘লক্ষ্যটা স্থির রেখে এগিয়ে যেতে হবে’। তিনি জানান যে তাঁর বাবা বারবার এই উপদেশটাই দিয়েছেন। এছাড়া তিনি আরও জানিয়েছেন যে জঙ্গলমহলের যে সমস্ত ছেলেমেয়েরা এই কঠিন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চায়, আপাতত তাদের পাশে দাঁড়াতে চান পার্থ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...