জেনে নিন এই বছর তুলসী বিবাহের শুভক্ষণ ও সমস্ত বিষয়!

সনাতন ধর্ম অনুসারে তুলসী গাছকে পবিত্র বলে মনে করা হয়। এই গাছ সমস্ত রকমের পুজোর যোগ্য বলে মনে করা হয়। আয়ুর্বেদ মতে এই তুলসী গাছ ঔষুধ তৈরির জন্য গুণে পুরোপুরি ভরপুর।

ধর্মীয় মতেও তুলসীর অনেক গুরুত্বও রয়েছে। হিন্দু ধর্মে, তুলসীর বীজকে ‘সবজা বীজ’ বলে পরিচয় দেওয়া হয়। তাই হিন্দু ধর্মে তুলসী বিবাহের দিনটিকেও এক শুভ দিন হিসাবে মানা হয় এবং  তুলসী বিবাহের দিন থেকেই বিবাহ ও শুভকাজ শুরু করা হয় বলে সবাই মনে করে।

এই বছর অর্থাৎ চলতি বছরে তুলসী বিবাহের শুভ উপলক্ষ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে।

হিন্দুদের বিশ্বাস অনুসারে, এই সময় দেবুথানী একাদশীতে ভগবান বিষ্ণু যোগনিদ্রা থেকে জাগ্রত হন। এরপর দ্বাদশী তিথিতে ভগবান বিষ্ণু ও তুলসীর বিবাহ হয়।

9qkovoto_tulsi-vivah-2020_625x300_25_November_20_11zon

এই বছর দেবুথানী একাদশী পালিত হবে ২৩ নভেম্বর, অর্থাৎ আজ এবং একদিন পর (আগামীকাল) অর্থাৎ ২৪ নভেম্বর ভগবান বিষ্ণু ও তুলসীর বিবাহ পালিত হবে। এই তুলসী বিবাহের পরই বিবাহ ইত্যাদির শুভ সময় ও অনুষ্ঠান সবকিছু নিয়ম করে শুরু হয়।

ভক্তেরা এইদিন নিজেদের বাড়িতে তুলসী ও শালিগ্রামের বিবাহের আয়োজন করেন। কথিত আছে যে এই আয়োজন যে করবে তাদের বাড়িতে সৌভাগ্য বৃদ্ধি পাবে। 

কীভাবে পালন করা হয় এই তুলসী বিবাহ?  কথিত আছে যে এই তুলসী বিবাহের দিন বাড়িতে যজ্ঞ ও সত্যনারায়ণের ব্রতপাঠ করলে বিশেষ উপকার হয় এবং বাড়িতে বা মন্দিরে এই তুলসী বিবাহ উদযাপন করা যেতে পারে। এই দিনে সন্ধ্যে পর্যন্ত বা তুলসী বিবাহ না হওয়া পর্যন্ত উপস করে থাকা হয়।

প্রথমে তুলসী গাছ ও ভগবান বিষ্ণুর মূর্তিকে স্নান করিয়ে শুদ্ধ করা হয়। এরপর লাল শাড়ি বা ওড়না, গহনা, টিপ প্রভৃতি দিয়ে তুলসী গাছকে কনে বউয়ের মতন সাজানো হয়।

অন্যদিকে বিষ্ণু মূর্তি ধুতি পরে বরবেশ ধারণ করে থাকেন। এরপর দুটি সুতোয় বিষ্ণু ও তুলসীকে বাঁধা হয় এবং এরপর তুলসী ও ভগবান বিষ্ণুর গায়ে সিঁদুর ও চাল বর্ষণ করা হয়। বিবাহ সম্পন্ন হলে সকল ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

চলতি বছরে প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে পালিত হয় এই তুলসী বিবাহ অনুষ্ঠান। তুলসী বিবাহের শুভ সময় হল ২৪ নভেম্বর, শুক্রবার সকাল ১১টা ৪৩ মিনিট থেকে দুপুর ১২টা ২৬ মিনিট পর্যন্ত তুলসী বিবাহের জন্য তৈরি হতে হবে। এরপর দুপুর ১টা ৫৪ মিনিট থেকে ২টো ৩৮ মিনিট পর্যন্ত মধ্যে বিবাহ বিজয় মুহুর্ত আয়োজন করতে হবে। যে এই শুভ সময়ে ভগবান শালিগ্রাম ও দেবী তুলসীর বিবাহের আয়োজন করতে পারবে, সে এক বিশেষ উপকার পাবেন।

  • ট্যাগ

এটা শেয়ার করতে পারো

...

Loading...