গতকাল অষ্টমী ছিল নাকি তৃতীয়া? গতকাল মন্ডপে মন্ডপে দেখা গিয়েছে শুধু জনস্রোত!

গতকাল ছিল অষ্টমী নাকি তৃতীয়া? গতকাল বাইরে বেড়লেই অষ্টমীর একটা ‘ফিল’ আসছিল। মহালয়া থেকেই শুরু হয়ে গেছে দুর্গাপুজো। শহরের একাধিক পুজো মণ্ডপে দেখা যাচ্ছে জনস্রোত। সেই প্রবল জনস্রোতের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে।

1697587347_s-1

উত্তর থেকে দক্ষিণ শহরের সমস্ত বড় থেকে ছোট পুজো মণ্ডপগুলিতে একই দৃশ্য দেখা গিয়েছিল। আবার শ্রীভূমিতে তো মহালয়া থেকেই শুরু হয়ে গেছে বিরাট লাইন। এক ভাইরাল ভিডিয়োতে সেটা একেবারে স্পষ্ট। লাইনের মাঝে একটু ফাঁক পেলেই সকলে দৌঁড়াতে শুরু করেছেন যাতে একটু আগে মণ্ডপে পৌঁছে যেতে পারে।

এ বছর শহরের বেশ কিছু মণ্ডপের উদ্বোধন মহালয়ার আগেই হয়ে গেছে। তারপরে মহালয়া থেকেই মণ্ডপগুলিতে শুরু হয়ে যায় ভীড়।

অন্যবারে, দুর্গাপুজোর এই ভীড় সাধারণত ষষ্ঠী থেকে দেখা যায়। কিন্তু এবার মহালয়া থেকেই ভিড় লক্ষ্য করা গিয়েছে। তৃতীয়ার দিনে তো আবার মণ্ডপের সামনে লাইনও পড়ে গিয়েছে। যেমন শ্রীভূমির লাইন চলে এসেছে লেকটাউন ক্লক টাওয়ার ছাড়িয়ে।

শ্রীভূমিতে এবার থিম হয়েছে ‘ডিজনিল্যান্ড’। এদিন সেই পুজো মণ্ডপে এসেছিলেন বিখ্যাত ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোন্ডান্ডিনহো।

দক্ষিণে পুজো মণ্ডপগুলিতেও দেখা যাচ্ছে একই ছবি। যদিও এখনও অনেক পুজো প্যান্ডেলে প্রতিমা আসেনি। কিন্তু ভিড় দেখে বুঝতেই পারবেন না এটা তৃতীয়া নাকি অষ্টমী। জনস্রোত দেখা যাচ্ছে সর্বত্র।

উত্তর কলকাতার আরেক জনপ্রিয় পুজো মণ্ডপ হল সন্তোষ মিত্র স্কোয়ার। প্রবল ভিড় দেখা যায় প্রত্যেক বছর। সোমবার এই পুজোর উদ্বোধনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন এখানেও দেখা গেল এক ছবি। এই পুজো মণ্ডপেও প্রবল ভিড়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...