প্রিয়াঙ্কা চোপড়াকে দেখেই স্বপ্ন দেখার শুরু সিনির

প্রোডাক্ট এক্সিকিউটিভ। কন্টেন্ট ক্রিয়েটর। মডেল। অভিনেত্রী। ভরতনাট্যম শিল্পী।

তাঁর নাম আর কাজের সঙ্গে জুড়ে আছে অনেক বিশেষণ। নানা রঙে রঙিন তাঁর কেরিয়ার গ্রাফ। রবিবারের রাত আরও রঙিন করে তুলল তাঁকে। দেশ পেল ২০২২-এর সেরা সুন্দরীকে। নাম সিনি শেঠি।

আপাতমস্তক পড়ুয়া স্বভাবের মেয়ে। বাড়ির ঝোঁকও অ্যাকাডেমিক কেরিয়ারের দিকেই। পড়াশোনা আর নাচ এই দুই মিলিয়ে বড় হয়ে ওঠা ২১ বছরের সিনির।   

মুম্বইয়ে জন্ম। বেড়ে ওঠা কর্ণাটকে। বাড়ির আবহ ভরতনাট্যমের প্রতি ভালোবাসা তৈরি করেছিল একেবারে ছোট্টবেলা থেকে। চার বছর বয়স থেকে তালিম শুরু করেন ভরত নাট্যমে। ১৪ বছর বয়সে ভরতনাট্যম প্রশিক্ষণ সম্পূর্ণ করে আরঙ্গেত্রম অর্থাৎ মঞ্চাভিষেক হয় তাঁর।

পাশাপাশি সমান তালে চলত পড়াশোনা। অ্যাকাউন্ট আর ফিনান্সে ব্যাচেলর ডিগ্রি শেষ করেছেন।এখন সিএফএ মানে চার্টাড ফিনান্সিয়াল অ্যানালিস্টের কোর্স করছেন।
প্যাশন নাচ। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিভিন্ন ধরনের নাচের ভিডিয়ো ক্লিপিংসে ভর্তি। প্যাশনকে প্রফেশন করতে চান মনেপ্রাণে।

সিনি বিশ্বাস করেন, ‘নিজের ওপর বিশ্বাস রাখো, আর সব সুযোগকে কাজে লাগাও’। তাঁর মতে স্বপ্ন পূরণে নিজের প্রতি বিশ্বাস রাখাটা খুব জরুরি।

প্রিয়াঙ্কা চোপড়া সিনির অসম্ভব প্রিয়। আইডল বললেও ভুল হয় না। অনুপ্রাণিত হয়েছেন তাঁকে দেখে। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড পিগানেন্ট খেতাব পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, তারপর এক সাক্ষাৎকারে বলেন, “কাচের গ্লাসে চাপ দেওয়ার থেকে, দ্বিগুণ চাপ দিয়ে কাচ সিলিং ভেঙে দেওয়া বেশি কাজের। তাতে বাধা ভেঙে যায়।” মানে প্রতিবন্ধতার দেওয়ালগুলো ভেঙে দাও। তারপর থেকে প্রিয়াঙ্কার ফ্যান হয়ে যান সিনি।

নিজের ঠাকুমাকেও নিজের অনুপ্রেরণা মানেন সিনি। তাঁর পড়াশোনা, নাচ, জীবনের প্রতি মূল্যবোধ সবটাই তাঁর থেকে শেখা। রক্ষণশীল পরিবারে বড় হয়ে ওঠা। তাই গ্ল্যামার দুনিয়ার মেইন স্ট্রিম পা রাখা খুব সহজ ছিল না তাঁর জন্য।

তাঁর নিজের কথায়, ‘আমি বিশ্বাস করি এই দুনিয়া একটা ধরাবাঁধা ধারণায় নারীর মূল্যের সংজ্ঞা দেয়। কিন্তু আমি নিজের মতো সংজ্ঞার খোঁজ করি। যদিও জানি খোঁজ পাওয়াটা একটা চ্যালেঞ্জ।”

নিজের কাজের ক্ষেত্রে নিজেকে সব সময় শিক্ষানবীশ মনে করেন। সারাক্ষণ শিখে চলেছেন। প্রতিটা নতুন সংকট তাঁকে নতুন করে সব কিছু শেখাচ্ছে। 

৩১ জন ফাইনালিস্টদের হারিয়ে ফেমিনা মিস ইন্ডিয়া ২০২২-এর মঞ্চে সেরা হয়েছেন সিনি শেঠি। ৬ জন বিচারকের প্যানেল বেছে নেন এই দীর্ঘাঙ্গী  দক্ষিণী সুন্দরীকে।  প্যানেলে ছিলেন মালাইকা অরোরা, নেহা ধুপিয়া, ডিনো মোরিয়া, রাহুল খান্না, রোহিত গান্ধী এবং শমাক ডাবর প্রমুখ। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...