এবারের দুর্গাপুজোয় বহুজন একসাথে মিলে করল ‘অন্য দুর্গা’ পুজো! কেমন সেই পুজো?

এই ২০২৩ দুর্গাপুজোয় এনআইপি এনজিও - ফোরাম ফর দুর্গোৎসব, সায়নী ইন্টারন্যাশনাল স্কুল, মমতা সুমিত বিনানী ফাউন্ডেশন, রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটির এক সাথে মিলে দৃষ্টিহীনদের জন্য এক বিশেষ পুজো পরিক্রমার আয়োজন করেছে।

এই প্যান্ডেলগুলিতে প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধীদের জন্য সুবিধাজনক পরিবেশে পুজো দেখার ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগে তিনশোটি দুর্গা পূজা কমিটি অংশ নিয়েছে।

কলকাতার হাজরা পার্ক পুজোয় সচেতনতামূলক প্রচারাভিযান হিসাবে 'অন্য দুর্গা' উদ্যোগটির সূচনা হল। সেখানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়,হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির যুগ্ম সম্পাদক সায়ন দেব চট্টোপাধ্যায়, সাইনি গ্রুপের সিইও তপন পট্টনায়ক, এনআইপি এনজিও-এর প্রধান
মমতা বিনানি। এছাড়াও উপস্থিত ছিলেন এমএসএমই ডেভেলপমেন্ট ফোরাম (পঃবঃ)-এর সভাপতি জুয়েল চৌধুরী, রোটারি ক্লাব কলকাতা ওল্ড সিটির সভাপতি দেবজ্যোতি রায়, এনআইপি এনজিওর সেক্রেটারি সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই উদ্যোগের ব্যাপারে মমতা বিনানি জানিয়েছেন, 'আমরা একটি সচেতনতামূলক প্রচার অভিযান হিসাবে অন্য দুর্গা করার কথা ভেবেছি। প্রতিবন্ধকতা একটি বিশেষ ক্ষমতা। এই বিশেষ ক্ষমতাটিকে মূল স্রোতে অন্তর্ভুক্ত করা দরকার। যখন শক্তির পুজো করা হয় তখনই এই কাজটি করার জন্য শুভ মুহূর্ত বলে আমাদের মনে হয়েছে।'

এটা শেয়ার করতে পারো

...

Loading...