রবিবার দুপুরে হঠাৎই বহুতলে বাজ পড়ে বিপদের মুখে পড়ল ধর্মতলা! ভেঙে পড়ল পিলার

রবিবার ধর্মতলায় মেট্রো মলের উপরে বাজ পড়ে ঘটল বিপদ!

এদিন দক্ষিণবঙ্গে সকাল থেকেই কালো মেঘ অর্থাৎ দুর্যোগের মেঘে ছেয়ে ছিল আকাশ। শুধু কলকাতা শহর নয়, দক্ষিণবঙ্গের বহু জেলা ভিজছে এদিন, সাথে যোগ হয়েছে বজ্রপাতেরও। সেই দুর্যোগের বলি হয়েছেন ৩ জন।

তবে, এদিন বেলা বাড়তেই বড়সড় বিপদ নেমে আসে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়। এক বহুতল শপিং মল, মাল্টিপ্লেক্সের বিল্ডিংয়ে হঠাৎ বাজ পড়ে। আর সাথে সাথেই ভেঙে পড়ল সেই বহুতলের পিলার। রাস্তায় ছিটকে পড়ল পাথর। তবে, অল্পের জন্যই এদিন রক্ষা পান পথচারীরা।

ঠিক কী হয়েছিল এদিন?

এদিন ছিল রবিবার। ফলে, ছুটির দিন। ঘড়ির কাঁটা তখন প্রায় ১টা। হঠাৎ ভয়ংকর এক শব্দে কেঁপে উঠল গোটা ধর্মতলা। জানা গিয়েছে সেই শব্দ পৌঁছে গিয়েছে চাঁদনি চক পর্যন্তও। বুঝতেই পারছেন কতটা ভয়ংকর পরিস্থিতিতে পৌঁছেছিল ধর্মতলা চত্বর!

এরপরেই বিপদের মুখে পড়েন পথচারীরা। ধর্মতলার একটি মলের পাশ থেকে পিলার ভেঙে পাথর ছিটকে আসে রাস্তায়। মলের কর্মীরাও ভয় পেয়ে বাইরে বেরিয়ে আসেন। ফলে, ভয় পেয়ে যান সকলেই। পথে হাঁটা মানুষজন দৌড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন।

আর তখনই ঝমঝমিয়ে শুরু হয় বৃষ্টি। নিমেষে কলকাতার সেই ব্যস্ত এসপ্ল্যানেডের রাস্তা শুনশান হয়ে যায়। সকলে অনুমান করছেন ছুটির দিন ছিল বলেই রাস্তায় কম মানুষজন ছিল। ফলে, কোনও ক্ষয়ক্ষতি হয়েনি।

জানা যাচ্ছে যে এই বজ্রপাতের জন্যই মলের পিলারের অংশ ভেঙে প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়ে। এছাড়া বজ্রপাতের ফলে দেওয়ালে ফাটল ধরে গিয়েছে। তাই ক্ষতি হয়েছে পিলারের। মলের উপরে সিমেন্টের গার্ড দেওয়া যে পিলার ছিল, সেটাও ভেঙে পড়েছে। জানা গিয়েছে যে ওই পিলার মেরামতের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...