সম্প্রতি প্রেস ক্লাব এ অনুষ্ঠিত হলো "মৃগনয়নী উমা সম্মান অ্যাওয়ার্ড ২০১৮" এর প্রেস কনফারেন্স।
এফথ্রী ইনকর্পোরেশনের কর্ণধার রাজর্ষি দাস এর পরিচালনায় ও ভারত সরকারের সিল্ক মার্গ অর্গানাইজেশনের টেক্সটাইল ডিপার্টমেন্ট-এর সহযোগিতায় শুরু হলো উমা সম্মান ২০১৮|
এই অনুষ্ঠান ছিল সবদিকথেকেই অভিনব, যেমন অভিনব তার নাম, তেমনি অভিনব তার চিন্তাভাবনা।প্রধান উদ্যোক্তা রাজর্ষি দাস জানালেন উমা সম্মান অ্যাওয়ার্ড এর মাধ্যমে তিনি যেমন সমাজের উমাদের সম্মান দেওয়ার চেষ্টা করবেন, তেমনি সমাজের উমারুপী কিছু বিশেষ ক্ষেত্রের মহিলাদের এগিয়ে আনতে চান যারা সমাজে গ্রহনযোগ্য ছিল না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন "দুর্বার" সংস্থার সদস্যরা এবং রূপান্তরকামী প্রথম আইনজীবী মেঘ সায়ন্তন ঘোষ।মহিলা ও রূপান্তরকামী মহিলারাই থাকছেন এই অ্যাওয়ার্ড এর প্রধান বিচারক হিসেবে।
প্রেস কনফারেন্সে বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত মহিলারাও উপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে উল্লেখ্য ছিলেন লেখিকা ও সংগীত শিল্পী নুপুরছন্দা ঘোষ, রূপান্তরকামী নৃত্যশিল্পী মানস মন্ডল, সমাজসেবী পাপিয়া সিংহ, একাডেমি অফ ফাইন আর্টস এর ভাইস প্রেসিডেন্ট ডঃ অঞ্জলি সেনগুপ্ত প্রমুখ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম আই সি রতন দে,বরাহনগরের কাউন্সিলর দিলীপ নারায়ণ বসু, মৃগনয়নীর ম্যানেজার কে কে চ্যাটার্জী, ফ্যাশনডিজাইনার তেজস গান্ধী ও আরো অনেকে।
অনুষ্ঠানের আরেক আকর্ষণ ছিল লাইভ পেন্টিং। এক কথায় বলতে গেলে "নারীর ক্ষমতায়ন" হল 'উমা সম্মান অ্যাওয়ার্ড' এর প্রধান লক্ষ্য ।