'উমা সম্মান' এ নতুন উমাদের সম্মান

সম্প্রতি প্রেস ক্লাব  অনুষ্ঠিত হলো "মৃগনয়নী  উমা সম্মান অ্যাওয়ার্ড ২০১৮এর প্রেস কনফারেন্স। 

এফথ্রী ইনকর্পোরেশনের কর্ণধার রাজর্ষি দাস এর পরিচালনায়  ভারত সরকারের সিল্ক মার্গ অর্গানাইজেশনের টেক্সটাইল ডিপার্টমেন্ট-এর সহযোগিতায় শুরু হলো উমা সম্মান ২০১৮|

এই অনুষ্ঠান ছিল সবদিকথেকেই অভিনবযেমন অভিনব তার নামতেমনি অভিনব তার চিন্তাভাবনা।প্রধান উদ্যোক্তা রাজর্ষি দাস জানালেন উমা সম্মান অ্যাওয়ার্ড এর মাধ্যমে তিনি যেমন সমাজের উমাদের সম্মান দেওয়ার চেষ্টা করবেনতেমনি সমাজের উমারুপী কিছু বিশেষ ক্ষেত্রের মহিলাদের এগিয়ে আনতে চান যারা সমাজে গ্রহনযোগ্য ছিল না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন "দুর্বারসংস্থার সদস্যরা এবং রূপান্তরকামী প্রথম আইনজীবী মেঘ সায়ন্তন ঘোষহিলা  রূপান্তরকামী মহিলারাই থাকছেন এই অ্যাওয়ার্ড এর প্রধান বিচারক হিসেবে। 

প্রেস কনফারেন্সে বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত মহিলারাও উপস্থিত ছিলেনযাঁদের মধ্যে উল্লেখ্য ছিলেন লেখিকা  সংগীত শিল্পী নুপুরছন্দা ঘোষরূপান্তরকামী নৃত্যশিল্পী মানস মন্ডলসমাজসেবী পাপিয়া সিংহএকাডেমি অফ ফাইন আর্টস এর ভাইস প্রেসিডেন্ট ডঃ অঞ্জলি সেনগুপ্ত প্রমুখ।

umaa-con

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম আই সি রতন দে,বরাহনগরের কাউন্সিলর দিলীপ নারায়ণ বসুমৃগনয়নীর ম্যানেজার কে কে চ্যাটার্জীফ্যাশনডিজাইনার তেজস গান্ধী  আরো অনেকে। 

অনুষ্ঠানের আরেক আকর্ষণ ছিল লাইভ পেন্টিং। এক কথায় বলতে গেলে "নারীর ক্ষমতায়নহল 'উমা সম্মান অ্যাওয়ার্ডএর প্রধান লক্ষ্য ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...