ক্যাকটাস থেকে ‘চামড়া’ বানিয়ে তাক লাগিয়ে দিলেন দুই যুবক

সেই দিন আর বেশিদিন দুরে নেই যখন ব্যাগ, জুতো, বেল্ট, জ্যাকেট তৈরি হবে ক্যাকটাস গাছ থেকে| শুনতে অবাক লাগলেও এমনটাই করে দেখিয়েছেন, দুজন তরুণ উদ্যোক্তা - অ্যাড্রিয়েন ল্যাপেজ ভেলার্ড এবং মার্টে কজারেজ| মেক্সিকোর  বাসিন্দা এই দুই যুবক ডেসার্টো নামে ক্যাকটাস পাতা ব্যবহার করে একটি ফ্যাব্রিক তৈরি করেছেন তা পুরো চামড়ার মত দেখতে এবং চামড়ার বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে| তাদের এই উদ্যোগ পরিবেশ ও প্রাণী রক্ষার ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে দিতে পারে|

দৈনন্দিন জীবনে আমরা যেসব জিনিস ব্যবহার করে থাকি তার মধ্যে অনেক কিছুই পশুর চামড়া থেকে বানানো|  পেটার পরিসংখ্যান বলছে, গোটা বিশ্বে চামড়া শিল্পে ব্যবহারের জন্য লুকিয়ে এক বিলিয়নেরও বেশি প্রাণীকে হত্যা করা হয়| তবে এর চেয়েও উদ্বেগজনক বিষয় হল পরিবেশের উপর চামড়ার প্রভাব| যে প্রাণীটিকে হত্যা করে চামড়া নেওয়া হয় তাকে ব্যবহারযোগ্য করে তুলতে বেশ কয়েকটন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়| এটি কেবল পরিবেশের জন্যই ক্ষতিকর নয়,  চামড়াটিকে নন-বায়োডিগ্রেডেবল পদার্থে পরিণত করে।

এমনকি অনেক পশুপ্রেমী আছেন যারা ফক্স লেদার ব্যবহার করেন এটা ভেবে যে এটি কোনও প্রাণী হত্যা করে তৈরি হয় না| বাস্তবে ফক্স লেদার এমন প্লাস্টিক থেকে তৈরি যা বর্জ্য সমস্যার সমাধান করে না।

দুজন তরুণ উদ্যোক্তার সংস্থাটির নাম অ্যাড্রিয়ানো দি মারতি| দুবছর ধরে অক্লান্ত গবেষণার পর প্রাণী বা সিন্থেটিক চামড়ার শিল্পে ব্যবহৃত কাঁচামালের অনুরূপ একটি উপাদান প্রস্তুত করতে পেরেছে বলে জানিয়েছেন সংস্থার সহ প্রতিষ্ঠাতা ভেলার্ড | ডেসার্টো প্রজাতির ক্যাকটাসটি কঠোর প্রকৃতির জন্য পরিচিত | এটির ফাইবারগুলি বেশ শক্ত এবং ঘন| যেহেতু ক্যাকটাস এমন একটি উদ্ভিদ যা মরুভূমিতে ন্যূনতম আর্দ্রতা ও জলের মধ্যেই বেড়ে উঠতে পারে| এছাড়াও  ফ্যাব্রিক প্রক্রিয়াকরণের জন্য প্রাকৃতিক রং ব্যবহার করা হয়েছে যাতে পরিবেশের উপর কোনো প্রভাব ফেলে না। স্টাইলের জন্য ফ্যাব্রিকটি বিভিন্ন বর্ণের তৈরি করা হয়েছে এবং যেহেতু এটি একটি উদ্ভিদ থেকে তৈরি তাই এটি আংশিকভাবে জৈব|

এটা শেয়ার করতে পারো

...

Loading...