জেনে নিন প্রভু জগন্নাথদেবের দ্বাদশ মাসে দ্বাদশ যাত্রা বৃত্তান্ত

জগন্নাথ দেব ভক্তের ভগবান। তাই তিনি রত্নবেদী ছেড়ে নেমে আসেন সহস্র ভক্ত প্রাণের মাঝে। তারা তাঁকে স্পর্শ করতে আকুল। তিনি প্রাণের ঠাকুর। ভক্তিরসের বন্যায় ভেসে যায় জগন্নাথধাম। স্নানযাত্রা আর রথযাত্রা উপলক্ষ্যে মহামিলন ঘটে ভক্ত-ভগবানে। কিন্তু এই দুই মহোৎসব ছাড়াও সারা বছর ধরে আরও বারো যাত্রা ও উৎসব হয়। বারোমাসে বারো উদযাপন মিলিয়েই জগন্নাথ দেবের উৎসব-পঞ্জিকা। 

প্রভু জগন্নাথের দ্বাদশ মাসে দ্বাদশটি যাত্রা আর অনেকগুলি উৎসব হয়।

১) বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া থেকে আরম্ভ হয় চন্দনযাত্রা উৎসব।

২) জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় হয় স্নানযাত্রা।

৩)আষাঢ় মাসে রথযাত্রা, হেরা পঞ্চমী আর গুন্ডিচা উৎসব।

৪)শ্রাবণ মাসে জগন্নাথের ঝুলন যাত্রা।

৫) ভাদ্রমাসে অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। কালীয়দমন উৎসবও হয় এই সময়।

৬) আশ্বিন মাসে বিজয় উৎসব।

৭) কার্তিক মাসে রাস উৎসব।

৮) অগ্রহায়ণ মাসে কৃষ্ণাষ্টমী তিথিতে প্রথমাষ্টমী উৎসব। শুক্ল ষষ্ঠী তিথিতে উড়ন ষষ্ঠী উৎসব। শীত বস্ত্র প্রদান উৎসব হয় এই সময়েই।

৯) পৌষ পূর্ণিমায় বিগ্রহদের অভিষেক উৎসব

১০) মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে জগন্নাথের শ্রী অঙ্গ থেকে শীত বস্ত্র উন্মোজন উৎসব হয়।

১১) ফাল্গুনে দোলযাত্রা উৎসব।

১২) চৈত্রমাসে দমন কার্পনোৎসব।

শ্রী জগন্নাথ দেবধামে সব যাত্রাতেই মূল দেবতাদের আনা হয় না। শুধুমাত্র স্নানযাত্রা আর রথযাত্রাতেই জগন্নাথ-বলরাম-সুভদ্রার দেখা পাওয়া যায়। অন্যান্য উৎসব ও যাত্রায় মূল দেবতার প্রতিনিধি হয়ে যান-মদনমোহন, ভূদেবী, গোবিন্দ ও নৃসিংহদেব। জগন্নাথের প্রতিনিধি মদনমোহন, সুভদ্রার ভূদেবী, বলরামের গোবিন্দ এবং সুদর্শনের নৃসিংহদেব। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...