জিআই ট্যাগ পেল ত্রিপুরা রাজ্যের মাতাবাড়ির পেঁড়া ও জনজাতি মায়েদের ‘রিগনাই/পাছরা, খুশী মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা

ত্রিপুরা রাজ্য জুড়ল নয়া পালক, যোগ হল এক নয়া সংযোজন।  

এবার আন্তর্জাতিক স্বীকৃতি, জিআই ট্যাগ পেল ত্রিপুরা মাতাবাড়ির পেঁড়া ও জনজাতি মায়েদের ‘রিগনাই/পাছরা। গোটা ত্রিপুরা বাসীর কাছে এটি একটি গর্বের বিষয়। রবিবার খবর প্রকাশ্যে আনলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এবং জানালেন যে স্বীকৃতি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। 

রবিবার নির্বাচনী প্রচারের মাঝে উদয়পুরের মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে মায়ের আশীর্বাদ নিতে যান ত্রিপুরা মুখ্যমন্ত্রী। সেখানেই সংবাদমাধ্যমে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই তত্ত্ব ধীরে ধীরে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে এবং আশা দিলেন যে এভাবেই তাঁদের রাজ্যের বিকাশে দিশা আরও এগিয়ে যাবে।

image_2024_04_02T13_25_43_760Z

সংবাদআমধ্যমে ডাঃ সাহা আরও জানান যে এই বিশেষ কৃতিত্বের জন্য উদয়পুর চন্দ্রপুরের মাতাবাড়ি মহিলা ক্লাস্টার লেভেল বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও কিল্লার দেওয়ানবাড়ি মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এই দুটি সমবায় সমিতির মাতৃশক্তিকে তিনি অসংখ্য শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া তিনি স্বসহায়ক দল দ্বারা আত্মনির্ভরতা অর্জনের পাশাপাশি রাজ্যকে বিশ্ব দরবারে বিশেষ পরিচয় দেওয়ার জন্য তাঁদের সকলকে সাধুবাদ জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার আরও জানিয়েছেন যে এই সুযোগ ত্রিপুরা বিষয়গুলোকে নিয়ে উন্নয়নের দিকনির্দেশনায় আন্তর্জাতিকভাবে স্বীকৃতির লাভের দিকে এগিয়ে চলেছে।

ইতিমধ্যে এই ঘটনার জেরে মাতাবাড়ি মন্দিরকে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে।এছাড়াও ত্রিপুরা সরকার দাবি করেছেন যে ওই রাজ্যে এই মন্দির হয়ে উঠবে দেশের অন্যতম আকর্ষণীয় স্থান। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...