‘পিরিতি কাঁঠালের আঠা’য় মন জিতলেন জেনেলিয়া

কানে ঝুমকো। খোঁপায় ফুল। হাতে একতারা। আর কণ্ঠে বাউল গান। লাল ঘাঘরায় জেনেলিয়া মন জিতে নিলেন সিনেমাপ্রেমীদের। সম্প্রতি সামনে এসেছে আলেয়া সেন পরিচালিত ‘ট্রায়াল পিরিয়ড’ ছবির নতুন গানের ভিডিয়ো। জনপ্রিয় বাংলা গান ‘গোলেমালে পিরিতি’য় লিপ দিয়েছেন তিনি। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং দেব নেগী। সুর করেছেন কৌশিক এবং গুড্ডু। এ প্রসঙ্গে ছবিটির নির্মাতা আলেয়া বলেন, ‘একজন লড়াকু মায়ের গল্পের সঙ্গে এই গানটার মূল ভাবনা মিলে যায়। সেই ভাবনা থেকেই এই গানটিকে ছবিতে ব্যবহার করেছি।’

Gne

‘ট্রায়াল পিরিয়ড’ ২১ জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে।  কমেডি ঘরানার এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা এবং মানব কউল।

ছবির কেন্দ্রে এক বাঙালি পরিবার।  দিল্লিবাসী জন বাঙালি ‘সিঙ্গল মাদার’-এর চরিত্রে দেখা যাবে জেনেলিয়াকে। ছেলের বায়না মেটাতে মানবকে বাবা সাজিয়ে এক মাসের জন্য পরিবারে নিয়ে আসেন তিনি। তার পরেই শুরু হয় ছবির আসল পর্ব।

ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন শক্তি কপূর, গজরাজ রাও, শিবা চড্ডা প্রমুখ। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দ। 

 ‘ট্রায়াল পিরিয়ড’ এর আগে রিতেশ দেশমুখের সঙ্গে মারাঠি ছবি ‘বেদ’ -এ দেখা গিয়েছিল জেনেলিয়া ডি’সুজাকে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...