‘শুধু যাওয়া আসা’ ছবিতে আবার একসঙ্গে ‘ফেলুদা’ আর ‘মছলিবাবা’ সৌমিত্র চট্টোপাধ্যায়-মনু মুখোপাধ্যায়

পর্দায় ফের একবার দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। পরিচালক মনীশ ঘোষের পরিচালনায় ছবির নাম ‘শুধু যাওয়া আসা’। মূল কাহিনি মনোজ মিত্র। তাঁর ‘পরবাস’ নাটক অবলম্বনে ছবি।

এই ছবির চিত্রনাট্য রচনা ও পরিচালনায় মনীশ ঘোষ। ‘শুধু যাওয়া আসা’ তাঁর দ্বিতীয় ছবি। ছবিটি প্রযোজনা করেছে বজরং আগরওয়াল, এমএফ এন্টারপ্রাইস রবিউল শেখ। সঙ্গীত পরিচালনায় জয় সরকার। গানে লোপামুদ্রা মিত্র, শ্রীকান্ত আচার্য্য, রূপঙ্কর, অন্বেষা। ছবির গান লিখেছেন শ্রীজাত। 

ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম গজমাধব মুকুটমণি। উত্তর কলকাতার ৩৬ বছরের বাসিন্দা। বাড়িওয়ালা করালী দত্ত দীর্ঘ ৩৩ বছর মামলা চালিয়ে শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে আদালত থেকে উচ্ছেদের অর্ডার পান। বাড়ির ছাদের একটা ছোট্ট কামরায় থাকতেন গজমাধব। এই ঘটনাকে কেন্দ্র করেই ছবির কাহিনি এগোতে থাকে।  করালী দত্তর ভূমিকায় ভরত কল। কমেডির অন্তরাল সিরিয়াস বিষয়।  

ছবির নামে রবীন্দ্র গানের রেশ। কবিগুরুর লেখা গান ‘শুধু যাওয়া আসা’, যার পরের লাইন ‘শুধু স্রোতে ভাসা’। একটি বাড়ি, বাড়ির বাসিন্দা, মালিক-ভাড়াটে সম্পর্ক, নটুন ভাড়াটে-পুরনো ভাড়াটে সম্পর্ক, তাদের আসা-যাওয়া, আবেগ, আনন্দ, ব্যথা সব নিয়েই ছবি ‘শুধু যাওয়া আসা’।  

ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও দেখা যাবে মনু মুখোপাধ্যায়কে। আছেন বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক, ভরত কল, সুমন দে, রত্না ঘোষাল, প্রিয়াঙ্কা প্রমুখ অভিনেতা অভিনেত্রীকে।

আসতে চলেছে ছবির ট্রেলার এবং মিউজিক। সে নিয়েও আগ্রহ তুঙ্গে। বহু প্রতীক্ষিত ছবির মিউজিক ও ট্রেলার লঞ্চ অনুষ্ঠান হতে চলেছে নন্দন প্রেক্ষাগৃহে। সেখানেও অতিথি তালিকায় চাঁদের হাট। উপস্থিত থাকবেন বজরং আগরওয়াল, রবিউল শেখ, পরিচালক মনীশ ঘোষ, বাংলা গানের জগতের দুই তারকা লোপামুদ্রা মিত্র এবং শ্রীকান্ত আচার্য্য উপস্থিত থাকবেন। এছাড়াও থাকবে ছবির টিম।

একাধিক কারণে এই ছবি বিশেষ। ২০২০তে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মনু মুখোপাধ্যায় প্রয়াত হন। এই ছবিতে ফেলুদা এবং মছলিবাবা দুই প্রিয় অভিনেতাকেই ফের একবার ফিরে পাবেন দর্শকরা। সত্যজিৎ রায়ের ‘জয়বাবা ফেলুনাথ’র পর দ্বিতীয়বার। অনেকদিন পর আবার একসঙ্গে কাঞ্চন মল্লিক ও বিশ্বনাথ বসু।

রবীন্দ্রভারতী বিদ্যালয়ের নাটক বিভাগের ছাত্র ছিলেন। পরিচালক মনীশ ঘোষ ১৯৮৯ সালে বাংলা ছবির জগতে পা রাখেন। পরিচালক সুশীল মুখোপাধ্যায়ের সহকারী হিসেবে তাঁর কাছেই ছবি শেখা। অপর্ণা সেনের ‘আনডাইং সিটি’ আর ‘পারমিতার একদিন’ ছবিতে তাঁর সহকারী হিসেবে কাজ করেছিলেন। টেলিভিশন আর সিনেমা দুই ক্ষেত্রেই সমান তালে কাজ করেছেন। টেলিভিশনে ‘সাহিত্যের সেরা সময়’-এ সিরিজে তাঁর কাজ নজর কাড়ে দর্শকদের। ‘কোথায় যাব’ প্রথম ছবি।  ছবিটি দেশ এবং বিদেশের একাধিক চলচ্চিত্র প্রশংসিত হয়েছিল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...