রহস্যের মোড়ক খুলবে এবার নতুন গোয়েন্দা 'Inspector নলিনীকান্ত'

ব্যোমকেশ, ফেলুদা, শবরের পর বাঙালি গোয়েন্দাদের তালিকায় নাম জুড়তে নলিনীকান্ত কুন্ডু। পরিচালক সৌমিক চট্টোপাধ্যায়ের ওয়েব সিরিজ 'Inspector নলিনীকান্ত'-এ প্রথম দেখা যাবে এই চরিত্রকে। সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিরিজের ট্রেলার। যেখানে দেখা গিয়েছে, ক্রাইম ব্রাঞ্চ অফিস নলিনীকান্ত ও তার অ্যাসিস্ট্যান্ট মুস্তাকের কাঁধে দায়িত্ব দেওয়া হয় একটি খুনের মামলার তদন্তে। শহর কলকাতার কসমেটিক সার্জন ডাঃ আদিত্য সেন এই খুন করেছে। তাও আবার নিজের স্ত্রীকে। ঘটনা সকলের জানার আগেই সে ঘটনাটি বদলে দেন। যার ফলে পুলিশও তার চক্রান্ত ধরতে পারেন নি। স্ত্রীকে খুন করেই আদিত্য মুম্বাই চলে যায় সেমিনারে। এই ষড়যন্ত্রে আদিত্যর পাটনার-ইন-ক্রাইম হয়ে ওঠে প্রেমিকা নিশা। তবে সবার নজর এড়িয়ে গেলেও আদিত্যর হাবভাব দেখে সন্দেহ হয়ে নলিনীকান্তর। সেই জন্য আদিত্যর উপর কড়ার নজর রাখতে বলেছেন তিনি। কিন্তু গল্পের শেষে কী আসল খুনিকে ধরতে পারবে ? সেই সত্য জানতে দেখতে হবে সিরিজটি।

সিরিজের মূল চরিত্র অর্থাৎ নলিনীকান্ত ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতা রজতাভ দত্তকে। অন্যদিকে আদিত্যের চরিত্র অভিনয় করেছেন সুব্রত দত্ত। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রূপসা চট্টোপাধ্যায়, মিশকা হালিম, ছন্দক চৌধুরীকে। সিরিজের কাহিনী লিখেছেন সৌমিক চট্টোপাধ্যায়, অয়ন ভট্টাচার্য ও চিত্রনাট্য-সংলাপ লিখেছেন রুদ্র‌। (Arkadia Entertainment) আরকাদিয়া এন্টারটেইনমেন্ট প্রযোজিত রহস্য রোমাঞ্চে ভরা এই ওয়েব সিরিজ খুব শীঘ্রই আসছে ওটিটির পর্দায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...