সালটা ছিল ২০১৩। মুক্তি পেয়েছিল রণবীর কাপুর অভিনীত ছবি 'এ জওয়ানি হ্যায় দিওয়ানি'। এই ছবি বক্স অফিসে ঝড় তোলার পরেই ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের মাথায় এসেছিল একটি 'অ্যাডভেঞ্চার ড্রামা' ছবি বানানোর কথা। যার নাম 'ব্রক্ষ্মাস্ত্র'। তারপর ছবির শুটিংও শুরু হয়েছিল। কিন্তু মাঝে ছবির বাজেট নিয়ে সমস্যা তৈরি হওয়ায় ছবির শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। যদিও আবার শুটিং শুরু হয়েছিল। তবে ছবির টিজার মুক্তি পাওয়ার পর থেকেই ছবি নিয়ে উৎসাহ বেড়েছিল দর্শকদের। ২০২২-এর অন্যতম আকর্ষণ ব্রহ্মাস্ত্র। পৌরাণিক কাহিনির ফ্যান্টাসি ড্রামার ভিএফএক্স এফেক্ট নিয়ে চর্চা চলছেই। মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। বিশেষ করে ট্রেলারের একটি দৃশ্যে একটি চরিত্রের সঙ্গে মিল পাওয়া গিয়েছে শাহরুখের। অনেকের বিশ্বাস শাহরুখ খানই ঐ চরিত্রে অভিনয় করেছেন। যদিও এই নিয়ে এখনই বেশি কিছু জানা যাবে না।
ছবির শুরু থেকেই বিতর্ক। ছবির প্রথম টিজারটি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করা হয়েছিল। কারণ নামের ক্রম নিয়ে আপত্তি এসেছিল খোদ অমিতাভ বচ্চনের থেকে। তাঁর নাম আলিয়া ও রণবীরের নামের আগে দেখানো হয়েছিল বলে অসন্তুষ্ট হয়েছিলেন। তবে শুধু তাই নয়, সমালোচকরাদের অনেকেই বলেছেন এই ছবির সঙ্গে হলিউডের 'অ্যাডভেঞ্চার ড্রামা' ছবিগুলোর মিল রয়েছে।
ট্রেলার মুক্তির আগে অনেক বলেছিলেন ছবির 'ভিএফএক্স' ভালো হবে না। কিন্তু পরিচালক অয়ন মুখোপাধ্যায় সবাইকে চমকে দিয়ে অসাধারণ 'ভিএফএক্স'-এর কাজ দেখিয়েছে ছবির ট্রেলারে। হিন্দু ধর্মের পৌরাণিক সব চরিত্রগুলিকে এই ছবিতে দেখানো হয়েছে। ছবির গল্পটি কেন্দ্র রয়েছে একটি শক্তিশালী অস্ত্র। যেটা হল 'ব্রক্ষ্মাস্ত্র'। আর সেই অস্ত্রটি পেতেই লড়াই শুরু হয়েছে দু পক্ষের মধ্যে। ভারতের বারাণসীর পাশাপাশি বুলগেরিয়া, লন্ডন, নিউ ইয়র্ক, এডিনবার্গে এই ছবির শুটিং হয়েছে।
ব্রহ্মাস্ত্র’র ভিএফএক্স-এর কাজ করেছে একটি ভারতীয় সংস্থা। এই সংস্থাই ‘দুন’ ছবিতে ভিএফএক্স-এর কাজ করেছিল। অস্কারের মঞ্চে সম্মানিত হয় সেই ছবি। পাঁচ মাস ধরে চলে ব্রহ্মাস্ত্রের ভিজ্যুয়াল এফেক্টেস-এর কাজ।
ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন রণবীর কাপুর ও আলিয়া ভট্ট। ছবি মুক্তির আগেই দুজনে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছেন। ছবিতে তাদের দুজনের চরিত্রের নাম শিব আর ইশা। তবে ছবিতে তারা দুজন ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন, ডিম্পল কাপাডিয়া, নাগার্জুন, মৌনি রায় ছাড়াও আরও অনেকে।
ছবিতে রণবীর ডিজের ভূমিকায়। বাবার ভূমিকায় অমিতাভ। বাবার সঙ্গে ছেলের সংঘাত বাধে। ঘর ছাড়ে ছেলে। নিজের স্বপ্ন সফল করতে গিয়ে নিজের ভিতরে বিশেষ ক্ষমতা আবিষ্কার করে শিব। নেগেটিভ চরিত্রে দেখা যাবে মৌনী রায়কে। মোট তিনটি পার্ট মুক্তি পাবে এই ছবির।প্রথম পার্টের নাম শিবা। চলতি বছরের ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে 'ব্রক্ষ্মাস্ত্র' ছবিটি।
ছবি মুক্তির সম্ভাব্য তারিখ ২০২২-এর ৯ সেপ্টেম্বর