Toyota Urban Cruiser Taisor: বাজারে সদ্য লঞ্চ হয়েছে টয়োটার আর্বান ক্রুজার! কত দাম পড়ল এই গাড়ির?

বাজারে টয়োটা সংস্থা সদ্য লঞ্চ করেছে এই গাড়িটি। নাম দিয়েছে টয়োটা আর্বান ক্রুজার টাইসর। এটিও তৈরি হয়েছে একেবারে কম্প্যাক্ট এসইউভির মতন। দাম রাখা হয়েছে ৪ লক্ষ টাকারও কম। ফলে, এই গাড়ি কেনার জন্য ভীড় জমিয়েছে বহু গ্রাহকেরা।

ভারতীয় বাজারে টয়োটার যত বুকিং রয়েছে তার মধ্যে ৪৫ শতাংশ গাড়িই টার্বো পেট্রোল মডেলের। দেখা গিয়েছে যে এই সমস্ত গাড়িতে রয়েছে ১ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। তবে, শুধু পেট্রোল নয়, সিএনজি ভ্যারিয়েন্টেও লঞ্চ হয়েছে এই গাড়ি। যার মাইলেজ ২৮ কিমি প্রতি কেজি।

জানা গিয়েছে এই টয়োটা আর্বান ক্রুজার টাইসরের দাম ৭.৭৪ লক্ষ টাকা থেকে ১৩.০৪ লক্ষ থেকে শুরু। সবে শুরু হয়েছে এই গাড়ির ডেলিভারি।

জানা গিয়েছে যে এই টয়োটা আর্বান ক্রুজার টাইসরের দাম শুরু হচ্ছে ৭.৭৪ লক্ষ টাকা থেকে ১৩.০৪ লক্ষ টাকার অবধি।

এছাড়া গাড়িটি মারুতি সুজুকি Fronx-কে অনুসরণ করে আনা হয়েছে। এর জন্য মারুতির সঙ্গে হাত মিলিয়েছে টয়োটা।

জানেন? এই টাইসরের টার্বো পেট্রল ভ্যারিয়েন্টের চাহিদা সবথেকে বেশি। দাম থেকে শুরু করে কালার,  আকর্ষণীয় ডিজাইন সবকিছুতেই এগিয়ে রয়েছে এই গাড়ি। ফলে, বাজারে আসতেই গাড়ি কেনার জন্য ছুটোছুটি লাগিয়ে দিয়েছে গ্রাহকেরা।

এছাড়া দেখে গিয়েছে যে কালারের ক্ষেত্রে সবথেকে বেশি গেমিং গ্রে, স্পোর্টিন রেড এবং লুসেন্ট অরেঞ্জের চাহিদা বেশি। অর্থাৎ ম্যানুয়াল এবং অটোমেটিক ভ্যারিয়েন্টগুলোর বুকিং বেশি জমা পড়েছে।

আপনিও কী ভাবছেন বাড়িতে এই গাড়িটাই আনবেন?তাহলে এক নজরে দেখে নিই এই গাড়ির ইঞ্জিন ও স্পেসিফিকেশন।

এই গাড়িতে আপনি পাবেন ১ লিটার টার্বো পেট্রল ইঞ্জিন যা সর্বোচ্চ ৯৮.৬৯ হর্সপাওয়ার এবং ১৪৭ এনএম টর্ক তৈরি করতে পারে। এছাড়া ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন থাকবে।

অন্যদিকে,  ফিচার্স রয়েছে অনেক। যেমন, ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস চার্জিং, সামনে ও পিছনে স্পিকার, ব্লুটুথ কানেক্টিভিটি।

গাড়িতে সেফটি ফিচার্স রয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, অ্যান্টি থেফট এলার্ম, ৬টি এয়ারব্যাগ, ইলেক্ট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন, সিট বেল্ট ওয়ার্নিং, স্পিড এলার্ট, ISOFIX চাইল্ড সিট মাউন্ট, হেডস আপ ডিসপ্লে এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরা।

আমাদের ভারতীয় বাজারে বেশ জনপ্রিয় এই টয়োটা ব্র্যান্ড। ফর্চুনার এবং ইনোভা গাড়ি বেশি বিক্রি করে থাকে সংস্থা। ফলে, নতুন টাইসর ট্রেন্ড বদল আনতে চলেছে এই বাজারে।

তাহলে আর দেরি না করে কিনে ফেলুন এই গাড়ি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...