জাতীয় পুরস্কারের আসরে জয়ী কারা?

৬৬ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে ফেলুদার আজ জয়জয়কার। না, বড় পর্দায় নয় তথ্যচিত্রে ধরা দিলেন ফেলু মিত্তির। বাংলায় এই প্রথম কোনও কাল্পনিক চরিত্রকে নিয়ে তৈরি হল তথ্যচিত্র। বানিয়েছেন নবীন পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়। সেরা নন ফিচার ফিল্ম হিসেবে বিবেচিত হল সাগ্নিকের 'ফেলুদাঃ ফিফটি ইয়ারস অফ রে'জ ডিটেকটিভ'। সেরা নবাগত পরিচালকেরও পুরস্কার পেলেন সাগ্নিক। পাশাপাশি সেরা বাংলা ছবি হিসেবে বিবেচিত হল সৃজিত মুখোপাধ্যায়ের 'এক যে ছিল রাজা'। 'তারিখ' ছবি পেল সেরা সংলাপের পুরস্কার। পেলেন চূর্ণী গাঙ্গুলি।

'কেদারা' ছবি পেল জুরি পুরস্কার। ছবি এবং ছবির সঙ্গীত পরিচালনার জন্য পুরস্কৃত হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

সেরা হিন্দি ছবির পুরস্কার পেল শ্রীরাম রাঘবনের ক্রাইম থ্রিলার 'অন্ধাধুন'।

যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন আয়ুস্মান খুরানা এবং 'উরি' ছবির জন্য ভিকি কৌশল। সেরা ফিচার ফিল্ম গুজরাটি ছবি 'হেলারাও'। 'উরি' ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেন আদিত্য ধর। পাশাপাশি এই ছবির সাউন্ড ডিজাইনের জন্য পুরস্কার পেলেন বিশ্বদীপ চট্টোপাধ্যায় এবং সেরা আবহ সঙ্গীতের জন্য পুরস্কৃত হলেন শাশ্বত সচদেবা।

সেরা বিনোদনের জন্য জাতীয় পুরস্কার পেল 'বধাই হো'। সেরা অভিনেত্রী সুরেখা সিক্রি।‘পদ্মাবৎ’ ছবির গানের জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন সঞ্জয় লীলা বনশালী। এই একই ছবির প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিং-ও পুরস্কৃত হয়েছেন। সেরা কোরিয়োগ্রাফির পুরস্কার পেয়েছে ‘ঘুমর’। চলচ্চিত্রের স্বার্থে উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য ‘সেরা চলচ্চিত্র বান্ধব রাজ্য’ হিসেবে পুরস্কৃত হল উত্তরাখণ্ড। 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...