বাগদান সারলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। পাত্র চিত্রনাট্যকার সুমিত আরোরা। নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই এই খবর ভাগ করে নিয়েছেন। অভিনেত্রী লিখেছেন, “আমরা সারাজীবন একে অপরকে বিরক্ত করার ও ভালোবাসার পরিকল্পনায় রাজি হয়েছি। আমি ও আমার মিস্টার রাইট।”
দীর্ঘদিন ধরেই সুমিত আরোরার সঙ্গে প্রেমের সম্পর্ক ঋতাভরীর। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার নিজের প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন তিনি। একসাথে যুগল ছবি ভাগ করে নিয়েছেন। কিন্তু এইবার পাকাপাকি করলেন সেই বন্ধন। তবে সাতপাকে কবে ঘুরবেন, সেটা এখনও জানাননি তিনি। তবে প্রিয় অভিনেত্রীর জীবনের এই সুখবরে আনন্দে ভাসছে তার অনুরাগীমহল।
প্রসঙ্গত, বছরখানেক আগে চিকিৎসক তথাগতর সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। সেই সময় তার বিয়ের খবরও শোনা গেছিল। কিন্তু এরপর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর সুমিতের সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন তিনি। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বলিউড চিত্রনাট্যকার সুমিতের সঙ্গে ঋতাভরীর আলাপ আট বছর আগে হিন্দি ছবি ‘পরী’র সেটে। তবে এইবার বাগদান সারলেন তিনি।
 In English
 In English 
													

 
																									 
					     
					     
					     
					     
					     
					     
					     
					     
					     
					     
					    