Tollywood News: মায়ের ছবি হাতে চুপ করে বসে অভিনেত্রী তন্বী, কী হয়েছে তাঁর?

মায়ের স্মৃতিতে আবেগে ভাসলেন টলি অভিনেত্রী তন্বী লাহা রায়। মায়ের মৃত্যুবার্ষিকীতে জানালেন, তাঁর জীবনে কতটা জুড়ে আছে তাঁর মা।

মায়ের আদর, মায়ের শাসন সন্তানের কাছে এক অমূল্য সম্পদ। জীবনের পাঠ শেখায় মা। কিন্তু ২০২৪ সালের ১৪ মে নিজের সবচেয়ে কাছের মানুষকে হারিয়েছিলেন অভিনেত্রী। মাকে চিরবিদায় জানাতে হয়েছিল তন্বীকে। এক বছর পর আবারও ফিরে এসেছে সেই স্মৃতি। তাই এইদিন মাকে বারবার মনে পড়ছে তন্বী। মায়ের মৃত্যুবার্ষিকীতে নিজের সোশ্যাল মিডিয়ায় মা –কে নিয়ে পোস্ট করেছেন অভিনেত্রী।

সেই পোস্টে দেখা গিয়েছে, মায়ের ছবি হাতে একদৃষ্টে তাকিয়ে আছেন তন্বী। তিনি লিখেছেন, “এই তো কাল রাত থেকে সময় দেখছি৷ কেবল মনে হচ্ছে এখনও তুমি ছিলে। পাশে বসে তোমার হাতটা ধরে ছিলাম। আগে জানলে তোমায় আটকে দিতাম। তুমি আমায় শক্ত হতে শিখিয়েছ। এই এক বছরে অনেক কিছু দেখেছি।”

বর্তমানে বাংলা সিরিয়ালে জমিয়ে কাজ করছেন তন্বী। এর আগেও জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকে তোর্সা চরিত্র দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। এই মুহূর্তে তাঁকে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে মীরা চরিত্রে দেখছে দর্শক।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...