বাবা-মা হলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। জামাইষষ্ঠীর দিন শহরের এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিলেন পিয়া চক্রবর্তী। পূত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সূত্রের খবর, মা ও ছেলে দুজনেই সুস্থ রয়েছেন।
হাইলাইটসঃ
১। বাবা-মা হলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী
২। পূত্রসন্তানের জন্ম দিয়েছেন পিয়া
৩। সোশ্যাল মিডিয়ায় খুশির খবর ভাগ করে নিয়েছেন পরমব্রত
এই বিষয়ে সোশ্যাল মিডিয়ার পোস্টও করেছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “আমাদের প্রথম সন্তানের আগমনে আমরা আনন্দে আপ্লুত। এই বিশেষ মুহূর্তে আপনাদের সকলের শুভেচ্ছা ও প্রার্থনার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ।”
প্রসঙ্গত, ২০২৩ সালের শেষে গাঁটছড়া বেধেছিলেন পরম-পিয়া। খুব কাছের মানুষদের নিয়েই পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন জীবন শুরু করেছিলেন তাঁরা। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁরা জানিয়েছিলেন নতুন সদস্য আসতে চলেছে তাঁদের পরিবারে। এরপরই শুরু হয় দিনগোনা।
চলতি মাসের শেষে ২৭ জুন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়েরও জন্মদিন। একটি সাক্ষাৎকারে পিয়া জানিয়েছিলেন, বাবা ও সন্তানের একই মাসে জন্ম হতে পারে। কিছুদিন পিতৃত্বকালীন ছুটিতেও ছিলেন পরমব্রত। অবশেষে রবিবার এল সুখবর। এমন খুশির খবরে দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে তাদের অনুরাগীরাও।