অবশেষে বিবাহ সম্পর্কে জড়ালেন ‘পরমপিয়া’ জুটি! কেমনভাবে কাটালেন দিনটিকে?

এবার সব টলি পাড়ার জল্পনা, কৌতুহলের সমাধান হল। টলিপাড়ায় বিয়ের তালিকায় যুক্ত হল আরও এক জুটির নাম। ‘পরমপিয়া’। সোমবার সকাল থেকেই সোশাল মিডিয়া খুললেই একটাই খবর, ‘পরম্ব্রতর বিয়ে’। কিন্তু কার সাথে?

সংগীতশিল্পী ও সমাজকর্মী এবং মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহের বন্ধনে যুক্ত হলেন অভিনেতা  তথা পরিচালক পরম্ব্রত চট্টোপাধ্যায়। গত সোমবার দুপুরে কলকাতায় যোধপুর পার্কের বাড়িতেই পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতেই রেজিস্ট্রি মতে বিয়ে সেরে ফেলেন এই তারকা জুটি।

PARAM_PIYA_1701133142862_1701133152860

কিন্তু পিয়ার নাম শুনলেই একটাই কথা মাথায় আসে, ‘সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী’। ২০১৫ সালে তাদের বিয়ে হয়। কিন্তু ২০২১ সালে সোশাল মিডিয়ার মাধ্যমে সংগীতশিল্পী অনুপম ও পিয়া বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। বিচ্ছেদের ২ বছর হতে না হতেই পিয়া সম্পর্কে জড়ালেন পরম্ব্রতর সাথে। এরপরেই বিয়ে।

এদিন রেজিস্ট্রি বিয়ের পর্ব মিটতেই সমস্ত ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন পরমব্রত চট্টোপাধ্যায়। সেখানে ক্যাপশানে টিএস এলিয়টের কবিতা থেকে লেখেন, ‘তাহলে চলো, তুমি আর আমি, সন্ধ্যা যখন আকাশে ছড়িয়ে পড়ে...’।

এদিন ‘পরমপিয়া’ জুটির সাজ ছিল একেবারেই ছিমছাম। একদিকে পরমব্রত পরেছিলেন মেটে রঙের পাঞ্জাবি, সাদা চোস্তা আর জহর কোর্ট। অন্যদিকে পিয়া পরনে লালপাড় সাদা শাড়ি, লাল ব্লাউজ, লাল টিপ আর হাতে ও গলায় ছিল সোনার গয়না।   

পরমব্রত-পিয়ার বিয়ের দুপুরে টলি ইন্ডাস্ট্রির কেউ আমন্ত্রিত ছিল না। তবে, এই নব-দম্পতিকে জীবনশুরুর শুভেচ্ছা জানিয়েছেন অনেক তারকাই। সেই তালিকায় রয়েছেন পরমের অন-স্ক্রিন প্রেমিকা রাইমা সেন, মনামী ঘোষ, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বোস, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরভ দাস, তনুশ্রী চক্রবর্তী সহ টলিপাড়ার আরও অনেকেই।

বিয়ের পরেই এক সংবাদমাধ্যমের সাথে সাক্ষাতকার হয় পরম্ব্রতর। সেখানে পরমকে বিয়ের পর কেমন লাগছে প্রশ্ন জিজ্ঞেস করতেই দ্বিধা ছাড়াই জানালেন যে বেশি বয়সে বিয়ে হলে যেমন লাগে, ঠিক তেমনই লাগছে তাঁর।

তিনি আরও জানালেন যে এই বিয়েটা প্রথম থেকেই প্রাইভেট রাখতে চেয়েছিলেন তিনি। তাই সেখানে শুধুমাত্র পরিবারের লোকজনই উপস্থিত ছিল এবং জানান যে পরে বড় করে অনুষ্ঠান করবেন। সেখানে সব তারকারা নিমন্ত্রণ পাবেন।

সোমবার সন্ধ্যাতে রিশেপসন পার্টি রেখেছিলেন নব দম্পতি। ভবানীপুরের বাড়িতে হয়েছিল সেই পার্টি। এদিন রাতেও পরম-পিয়ার সাজ ছিল সাধারণ। একদিকে পরম্ব্রত পরণে সাদা রঙের পাঞ্জাবী, ধুতি ও তার ওপর নীল বুটির জহর কোর্ট। অন্যদিকে পিয়াকে দেখা গিয়েছিল আসমানি নীল রঙের সাবেকী স্টাইলে শাড়ি পড়তে, বাঁধা চুল, হাতে-গলায়-কানে সোনার গয়না আর অল্প মেকআপ।

রাতের রিশেপসন পার্টিতেও আমন্ত্রিত ছিল হাতেগোনা কিছুজন। পরিবারের সদস্যদের পাশাপাশি পার্টিতে এসেছিলেন নায়কের বিজনেস পার্টনার প্রযোজক-পরিচালক অরিত্র সেন এবং পিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় ও অভিনেত্রী অনুষা বিশ্বনাথন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...