অবশেষে মন্টু পেলেন তাঁর পাইলটকে, শুক্রবার গাঁটছড়া বাঁধলেন সৌরভ-দর্শনা জুটি

প্রেমের আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন সৌরভ-দর্শনা। এখন তাঁরা স্বামী-স্ত্রী। প্রেমের সম্পর্ক নিয়ে খুব বেশী পাঁচকান করেননি জুটি। তবে, টলিপাড়ায় তাঁদের বিয়ের গুঞ্জন উঠতেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট।

অবশেষে এল সেই দিন। ১৫ই ডিসেম্বর, শুক্রবার, গাঁটছড়া বাঁধলেন সৌরভ দাস ও দর্শনা বণিক। সৌরভ যেমন বিয়ে করতে চেয়েছিলেন সেইভাবেই বিয়ে করলেন তাঁর প্রেমিকাকে।

আইবুড়োভাত থেকে শুরু করে গায়েহলুদ, সবকিছুতেই বাঙালিয়ানা ও সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে। এবার বিয়েতেও সাবেকিয়ানার দিল জুটি। রুপোর কাজ করা লাল টুকটুকে বেনারসি আর সোনার গয়না, সাথে মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে ছিল শাঁখা-পলা। একেবারে অনবদ্য রুপে সেজেছিলেন অভিনেত্রী দর্শনা। অন্যদিকে, পাত্র সৌরভ পরণে সাদা জামদানি কাজ করা শেরওয়ানির সঙ্গে দর্শনার সাজের সঙ্গে রং মিলিয়ে লাল রঙের কাশ্মীরি শাল।

শুধু সাজে নয়, খাবারের তালিকাতেও রয়েছিল বাঙালিয়ানার ছোঁয়া। সৌরভ-দর্শনার বিয়েতে মূলত ছিল বাঙালি খাবার। ছিল এলাহি আয়োজন।

মেন কোর্সে রয়েছে রাধা বল্লভী, ছোলার ডাল, বাসন্তী পোলাও, ডায়মন্ড ফিসফ্রাই, ফিস পাতুরি, চিংড়ি মালাইকারি, চিকেন তন্দুরি, মটন কষা, আরও কত কী! এখানেই শেষ নয়, খাবারের শেষপাতে রয়েছে ক্ষীরের পাটিসাপটা, মালপোয়া, রাবরি, নলেনগুড়ের রসগোল্লা, সন্দেশ ও আইসক্রিম। এছাড়াও স্টার্টার মেনুতে রয়েছে ফিশ ওরলি, চিকেন পকোরা, ভেজ, পকোরা, ফুচকা, পাপড়ি চাট, ভেলপুরী, মকটেল কাউন্টার, আর চা-কফি তো রয়েছেই।

অন্যদিকে, নিরামিষাশীদের জন্য রয়েছে চিলি পনির, কাজু রোল, ভেজ মালাই কোফতা।

বিয়ের দিন নিমন্ত্রিত ছিল বহু টলি তারকা। সেই তালিকায় ছিলেন অভিনেতাদের প্রিয় বন্ধুরা। নীল ভট্টাচার্য, তৃণা সাহা, সৌম্যজিৎ আদক, সোহিনী সরকার-সহ ইন্ডাস্ট্রির অনেক চেনা মুখ দেখা গিয়েছে বিয়ের আসরে। এছাড়াও দেখা গিয়েছিল খেলার দাদা, সৌরভ গাঙ্গুলী।

বিয়ের পর এখনই মধুচন্দ্রিমার কোনও পরিকল্পনা নেই নব দম্পতি। জানা গিয়েছে সম্ভবত মার্চ-এপ্রিল মাস নাগাদ ঘুরতে যেতে পারেন তাঁরা। এখনই এই বিষয়ে কিছু খোলসা করে বলতে চাইছেন না জুটি। এবার সময়ের অপেক্ষা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...