টলিপাড়ায় এখন চলছে বিয়ের মরশুম। সুদীপ্তা-সৌম্য, উদয়-অনামিকার পর এবার গাঁটছড়া বাঁধলেন বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় জুটি শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার । প্রেম নিয়ে কখনই লুকোছাপা করেননি কিন্তু ৮ জুলাই টালিগঞ্জের এক ক্লাবে চুপচাপ বিয়ে সেরে ফেললেন তাঁরা।
হঠাৎ সোমবার ভোর রাতে শ্রুতির ফেসবুকে একটা পোস্ট, ‘মিস থেকে মিসেস হলাম’। তার সঙ্গে একটি লাল গোলাপে মোড়া সাদা কেকের ছবি। সেই পোস্টে স্বর্ণেন্দুকে ট্যাগ করেছিলেন অভিনেত্রী শ্রুতি। অন্যদিকে আবার পরিচালক স্বর্ণেন্দু ফেসবুক স্টেটাস দিয়ে লিখলেন ‘জাস্ট ম্যারিড’। শ্রুতি ও স্বর্ণেন্দু দু’জনেই ফেসবুকের স্ট্যাটাস পালটেছেন। নিজের পদবীর সঙ্গে স্বর্ণেন্দুর পদবী যোগ করে ফেসবুকে নিজের নাম পাল্টে ফেলেছেন শ্রুতি।
বিয়ের দিন শ্রুতি সেজেছিল লাল পাড় সাদা শাড়ি, সাদা ব্লাউজে। সাদা কুর্তা আর সাদা ধুতিতে স্বর্ণেন্দু।
আইনি ভাবেই বিয়ে সেরেছেন অভিনেত্রী-পরিচালকের এই জুটি। সেখানে শুধু তাঁদের কাছের মানুষজনই আমন্ত্রিত ছিলেন।
অনুরাগীরা এ পোস্ট দেখে বেশ খুশি হয়েছে এবং কমেন্টবক্সে শুভেচ্ছার বন্যা বয়ে গেছে।
‘ত্রিনয়নী’ ধারাবাহিক থেকে বাংলা টেলিভিশনের জগতে সফর শুরু করেন শ্রুতি । সিরিয়ালের পরিচালক ছিলেন স্বর্ণেন্দু । এবং সেখান থেকেই শুরু হয় তাঁদের প্রেম।